![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালেবান গুলি করেছে বলে “শান্তিতে নোবেল পুরষ্কার” মনোনয়নের তালিকায় নাম এসেছে মালালার। এত বছর ধরে যে মার্কিন সেনারা হাজার হাজার ইরাকী, আফগান নারীদের উপর এর চেয়েও নৃশংস অত্যাচার চালাচ্ছে তাদের নাম তো কোথাও আসেনি??? সেখানকার লাখ লাখ শিশুরা যে স্কুলে যেতে পারেনা আমেরিকার ড্রোনের তান্ডবে, কই তাদের কথা তো কাওকে বলতে শুনিনি? নাকি তারাও সন্ত্রাসীর কাতারে পরে? তাদের হিসেবে হয়তো পরে।তাই তাদের নিয়ে উনারা কথা বলেন না।
মালালা শিক্ষা ক্ষেত্রে পাকিস্তানের কতটুকু উন্নতি করেছে জানি না, তবে তার এই আন্দোলন দিয়ে যে ইরাক, আফগানিস্তানের শিক্ষার কিছু হয়নি তা বোধ করি সবাই এক কথায় স্বীকার করবে। আমেরিকার হলে হতে পারে।
তবে তাকে দেয়া হচ্ছে নোবেল???
তালেবানের গুলি খেয়েছে তাই।এটুকুই যথেষ্ঠ নোবেল পাওয়ার জন্য?
তালেবানের গুলি না লেগে যদি ড্রোনের আঘাতে মালালা বেহেশতেও চলে যেত, সেটা হতো দুর্ঘটনা...।
তাদের কথা, যেহেতু জোর যার মুল্লুক তার, সেহেতু আমার যাকে ইচ্ছে কারে তাকে আমি সময়ে অস্ত্র দিব,সময়ে নোবেল দিব...কেও কিছু বলতে পারবেনা, আর কিছু করলে তো খবর আছে...ড্রোন মেরে দুর্ঘটনা ঘটানো আরম্ভ হবে।
বলে রাখি আমি তালেবান কে সমর্থন করছি না। নোবেল মনোনয়নের তালিকায় মালালার নাম থাকছে শুনে আমার যা মনে হয়েছে তাই লিখেছি।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
হাসতেই আছি আমি বলেছেন: আসিফের চাইতে কি মালাল বেশি জ্ঞানী নাকি বেশি ব্লগ লিখছে? আসিফও মাইর খাইছে মালালাও খাইছে। তাইলে মালাল কেন পাবে আর আসিফ কেন পাবেনা? কেন আমাদের হুমায়ুন আজাদ পাবেনা। তিনিও ইসলামিক উগ্রবাদীদের দ্বারা মাইর খাইছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ সামুর স্টিকি পোষ্ট চাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
মাহ্ফুজ বলেছেন: “পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো না, এটা তো বিড়ালের মতো আচরণ হলো।”-মালালা
এই হলো তার জ্ঞানের দৌড়।
এই সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ সামুর স্টিকি পোষ্ট চাই।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: একসাথে বসে চিপস আর ওয়াইন খেলেই এখন নোবেল পাওয়া যায়!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
মাহ্ফুজ বলেছেন: এতদিন কথাটা কে প্রগলভ মনে হয়েছে, এখন তো সত্যিই মনে হইচ্ছে।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
জ্ঞাতিবৈর বলেছেন: ইরাক-আফগানে মানুষ মাইরা বূশ-ব্লেয়ারও নোবেল পাইতে লইছিল। শান্তিতে নোবেল একটা রাজনৈতিক বিষয়। এটা আমেরিকার হাতিয়ার।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
অনুস্বর্গ লিথি বলেছেন: গুলি খাইছে তাই নোবেল, এতই সহজ
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
অনুস্বর্গ লিথি বলেছেন: গুলি খাইছে তাই নোবেল, এতই সহজ
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
গ্যাম্বলার বলেছেন: লাদেনের অবর্তমানে পাকি জেনারেল আর মার্কিনিদের তৈরী হাই-প্রোফাইল নাটকের অন্যতম চরিত্র হল মালালা, গুলিও খাইছে। নোবেল তো তারই পাওয়ার কথা, নাকি??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
মাহ্ফুজ বলেছেন: তালেবান তো সরাসরি গুলি চালিয়েছে, মার্কিন সেনারা আগে রেপ করে তারপর গুলি চালায়...
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
জ্ঞাতিবৈর বলেছেন: ব্লগে টাইম নষ্ট না করে, আম্রিকা আম্রিকা করেন। একটা নোবেল পেয়েযেতে পারেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
মাহ্ফুজ বলেছেন: আম্রিকা আম্রিকা
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
হুমায়ুন তোরাব বলেছেন: mui nubel chai..
amma amre nubel de......
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মাহ্ফুজ বলেছেন: আগে গুলি খান তারপর নুবেল...
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
আমরা তোমাদের ভুলব না বলেছেন: তালেবানের গুলি খেয়েছে তাই।এটুকুই যথেষ্ঠ নোবেল পাওয়ার জন্য?
তালেবানের গুলি না লেগে যদি ড্রোনের আঘাতে মালালা বেহেশতেও চলে যেত, সেটা হতো দুর্ঘটনা...।