নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

চক চক করলেই সোনা হয়নে গাধার দল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

ধর্ম, দল কখোনই দেশের চেয়ে বড় হতে পারে না সেটা যে ধর্মই হোক, যে দলই হোক। এই কথাটাই জামাত শিবির বুঝেনা।আন্দোলন ফান্দোলন যা করছে সব ধর্মান্ধ হয়ে করছে।

স্বাধীনতা বিরোধীরা সবসময় ধর্মকে পুজি করে রাজনীতি করে আসছে, কারন স্বভাবতই ধর্মের প্রতি মানুষের একটা দুর্বলতা থাকে।আর রাজাকারেরা সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। ধর্মের কথা শুনিয়ে শুনিয়ে তারা সেই মানুষ গুলোকে বিশ্বাস করাতে পেরেছে যে, আমরা ঈমানদার, পরহেজগার, নামাজী..আমরা আল্লহর প্রদর্শিত পথে চলি। আপনি যদি মুসলামন হোন তো আমাদের সাথে আসুন।



মাঝে মাঝে ভাবি, জামাত শিবিরের এই প্রজন্মের যারা কর্মী রয়েছে তারা কেন রাজাকারদের সমর্থন করছে, এমনকি তাদের জন্য প্রান দিতেও প্রস্তুত? আমরাও তো তরুন, আমরা যদি রাজাকারদের বিচার চাই, ফাশি চাই, তবে তারা কেন চায় না? তারা কেন বুঝেনা রাজাকারেরা কত বড় অপরাধী?



কারন একটাই, তারা ইতিহাস জেনে এই দালালদের সমর্থন করছে না, সমর্থন করছে ধর্মের লেবাস দেখে। তাদের মধ্যে একটা ধারনা বদ্ধমুল হয়ে গেছে যে, বাকি যে দলগুলো আছে তারা ধর্মে তোয়াক্কা করে না। জামায়াত ধর্মের তোয়াক্কা করে।সুতরাং তাদের সাথে থাকলেই সোয়াব।



আরে গাধার দল, তোরা কি বুঝিসনা, চক চক করলেই সোনা হয়না? কয়লা ধুইলে ময়লা যায় না? টুপি লাগিয়ে ধর্মের কথা বলে বলেই কি তারা ভালো? তাদের উপরে চক চক করে, ভিতরে কয়লা পুরে, এই ভেবে, ইশ কেনো পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হইলো?



তোরা কেন বুঝিস না, এই রাজাকারেরা ছিল ইয়াহিয়ার দোশর? যে ইয়াহিয়া ৭১ রে বলে ছিল, “ পেহলে ইনকো মুসলমান কারো”।

বুঝিস এই কথার মানে? এদেশের মানুষকে তারা মুসলমানই মনে করতো না। নিজামী, মোল্লা সেই ইয়াহিয়ার দোশর। সাচ্চা পাকিস্তানি। এরা বাংলাদেশের মর্ম বুঝবে কিভাবে?



এই প্রজন্মের ভায়েরা আমার, এখনই সময়, তাদের দেখানো পথ থেকে সরে আসুন। আপনি পরহেজগার হোন কারো কোন আপত্তি নেই, সুধু তাদের সমর্থন করবেন না। দেশটা তো আপনাদেরো। আপনিও তাদের প্রতিহত করুন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

তন্দ্রামোহ বলেছেন: আওয়ামীলীগ ১৯৫ জন মূল যুদ্ধাপরাধীদের ক্ষমা করে এখন সহযোগীদেরও ক্ষমা করতে চায়। নতুন করে আওয়ামীলীগ দেখাতে চায় যুদ্ধাপরাধী বলতে কিছুই নেই সবই রাজনীতির খেলা। তাই জামাত-শিবিরকে ধন্যবাদ দেওয়া উচিত =p~

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

মদন বলেছেন: তারা বুঝে হোক না বুঝে হোক নেতাদের জন্য জীবন দিচ্ছে। আমাদের পুর্বপুরুষরা দেশের জন্য জীবন দিয়ে গেছেন, আমরা ফেসবুকিং আর ব্লগিং ছাড়া কি করছি? তো যারা একটিভ থাকবে বিজয় তাদেরই হবে। এইতো হবার কথা, নয়কি???

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

মাহ্ফুজ বলেছেন: আমিতো ভাই সাধারণ মানুষ। আন্দোলন করতে হলে দল সমর্থন করতে হয়। রাস্তায় গেলে জীবত ফিরব কিনা সন্দেহ হয় সেখানে, আন্দোলন করতে গেলে তো =p~

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

শার্লক বলেছেন: আমারে একটা কথা কন কয়জন মরতে রাজি আছে এইসব রাজাকারদের ফাঁসি দেবার জন্য?? একজনও না। আর ওদের বাঁচানোর জন্য ওদের কর্মীরা জীবন দিয়েই যাচ্ছে। বাল যতসব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মাহ্ফুজ বলেছেন: ওদের ফাশি দেবার জন্য জীবন দেয়ার দরকার নেই, অনেক দিয়েছে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

কবি আশরাফুল বলেছেন: যে বুঝে সে ৯ বছরেই বুঝে। যে বুঝে না সে ৯০বছরেও বুঝেনা। এখন সরাসরি দমন নীতি দরকার। সোজা আংগুল দিয়ে চেষ্টা অনেক হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

মাহ্ফুজ বলেছেন: ঠিক...সোজা আংগুল দিয়ে চেষ্টা অনেক হয়েছে। আর না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.