![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশের রাজনীতিতে সবচেয়ে বড় খারাপ দিক, সবকিছুতেই তারা দলীয় কৌশল অবলম্বন করে।মানে ঝোপ বুঝে কোপ...।
কিছুদিন আগে “আজকের বাংলাদেশ” টকশোতে মাননীয় খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কে প্রশ্ন করা হয়েছিল,
-আওয়ামীলীগর সাথেও জামাতের একসময় সখ্যতা ছিল এবং তখন তাদের বিচারের ব্যপারে কোন কিছুই শোনা যায়নি, তখন কেন তাদের সাথে ছিলেন?
তার উত্তর ছিল এই রকম, “ রাজনৈতিক কারনে অনেক কিছুই করতে হয়...”
আজকে আবার একই টকশোতে বি এন পি’র একজন কে( নামটা ঠিক মনে নেই কারণ তাকে আগে দেখেছি বলে মনে হয়না, উনি মহিলা ছিলেন) প্রশ্ন করা হয়, আপনারা কেন এখনো জামাতের সখ্যতা ছাড়ছেন না?
তার উত্তরও মোটামুটি একই রকম, “ প্রত্যেক রাজনৈতিক দলেরেই কিছু রাজনৈতিক কৌশল থাকে, আওয়ামীলীগ বলুক যে বি এন পি জামায়াত কে ছেরে দিলে আওয়ামীলীগ তাকে টেনে নিবে না...তাহলে আমরা ছেরে দেব, তারা বলুক...”
দুজনের কথাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট, তারা যা করে সব রাজনীতির জন্য করে, ক্ষমতায় যাওয়ার কৌশল মাত্র। অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করে।
আজকে তারুন্যের যে গনজোয়ার উঠেছে, এটাকেও তারা রাজনৈতিক কৌশলে ফেলার চেষ্টা করবেই। কসাই মোল্লার ফাসি না দেওয়াতেও কিন্তু আওয়ামীলগের কৌশল লক্ষ্য করা যায়।
সুতরাং সজাগ থাকাটাই এখন প্রধান কাজ, কেও যেন আমাদের আর কৌশলের জালে আটকাতে না পারে...।
তারুন্যের জয় হোক!
©somewhere in net ltd.