নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

ছাগুরা বলে, “ রাজাকারদের (তাদের কাছে পীর মাষায়েক) বাচানোর জন্য যদি জীবনও দিতে হয় তো দিব”।... আমি বলি, তাইলে দে X(X(X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

বাংলাদেশ এমন একটি স্বাধীন দেশ যে দেশের প্রায় সব মানুষ একই ভাষায় কথা বলে।বাংলায়। এমনটা খুব কমই দেখা যায়। এমন একটি দেশ যে দেশের ৯০ ভাগ মানুষ একই ধর্মাবলম্বী। এমন একটি দেশে যে দেশের মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী।একসাথে এত সুবিধা থাকা সত্বেও আমাদের বিভেদ, হানাহানি অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। কেন? কে বা কারা এই বিভেদ সৃষ্টি করেছে? একাত্তরের পর তো আমরা সবাই একসাথে, একদলে ছিলাম?



আর মতে, এই বিভেদ সৃষ্টি করেছে ধর্মভিত্তিক দলই।তারাই একদলকে বক ধার্মিক বানিয়েছে যারা বোমাবাজিতে পারদর্শী।



সবচেয়ে বেশি অবাক লাগে এই ভেবে যে, যে দলটি একাত্তরে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, একই মাতৃভাষার জাতির বিরুদ্ধে ছিল, যাদের সহযোগিতায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে পাকিরা, ২ লাখ মা বোনের সম্ভ্রম গেছে যাদের কারনে...তারা এই দেশে রাজনীতি করার, গাড়ীতে জাতীয় পতাকা লাগানোর, মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় কিভাবে????????????



আওয়ামীলীগ বিলে তারা স্বাধীনতার সপক্ষের দল। আমিও মানি কারন তারাইতো স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে ছিল। যদি তাই হয়ে থাকে তো ৯৬ সালে মাওলানা নুরুল ইসলাম, যে কিনা ৭১ সালে জামালপুর জেলার সরিষাবাড়ির রাজাকারের কমান্ডার ছিল, ধর্ম প্রতিমন্ত্রী হয় কিভাবে???????



আর বিএনপির কথা কি বলব...তারা তো রাজাকারদের কোলে তুলে বসে আছে।তারা তো রাজাকার দের মন্ত্রীই বানিয়ে দিয়েছিল।



জামায়াতকে শক্তিশালী করার ক্ষেত্রে দু দলই সমান ভুমিকা পালন করেছে।



যেহেতু তারাই জামায়াতকে শক্তিশালী করেছে, তারাই দুর্বল করতে পারবে।সরাসরি রাজনীনি নিষিদ্ধ করলে জামাত আবারো জঙ্গী রুপে আবির্ভাব হতে পারে। তাদের বলে নয় কলে মারতে হবে????



প্রথমেই রাজনৈতিক দলগুলোকে এদের বর্জন করতে হবে। সাধারন জনগন তো বর্জন করেছেই ইতোমধ্যে। বিএনপি জামাতকে ছাড়তে হবে এবং আওয়ামীলীগ কে নিশ্চয়তা দিতে হবে তারা আর জামায়ত সাথে সখ্যতা করবেনা।

জামায়াতের ফান্ডগুলো বন্ধ করে দিতে হবে যেমন ইসলামী ব্যাংকের নামে একটা কেস ঠুকে দিলেই তো কুপোকাত।

সর্বোপরি সবদিক ধেকে বর্জনই পারে তাদের কোন ঠাশা করতে এবং আমার ‍বিশ্বাস, এবার হবেই।



ছাগুরা বলে, “ রাজাকারদের (তাদের কাছে পীর মাষায়েক) বাচানোর জন্য যদি জীবনও দিতে হয় তো দিব”।

আমি বলি, তাইলে দে। আমরা অনেক দিয়েছি, আর না। রাজাকারদের ফাশির জন্য জীবন যদি নিতে হয়, তো নেব। দেশের জন্য প্রয়োজনে মরব ঠিকই কিন্তু রাজাকার দের কারনে আর মরতে পারবো না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.