নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজীব খুন/:) কি?!!:- ব্লগার রাজীব নাস্তিক!!! X((.......

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

কথায় আছে, স্বভাব যায় না মলে; আর ইল্লত যায় না ধুলে। প্রবাদটা যে শুধুমাএ বাঙ্গালীদের জন্যই আবারো প্রমানিত হচ্ছে…।

আচ্ছা কোন প্রসঙ্গটা বেশি গুরুত্বপুর্ণ? রাজীব খুন হয়েছে নাকি রাজীব নাস্তিক ছিল? যার নূন্যতম কমনসেন্স আছে সেও বলবে “খুন”।.রাজীব নাস্তিক হোক আর আস্তিক হোক, এটা নিতান্তই তার ব্যাক্তিগত ব্যাপার।সে নিজে নাস্তিক হয়েছে ঠিক কিন্তু আর কাওকে তো নাস্তিক হতে বলেনি।



একটা মানুষের চরি্ত্রের দুটি দিক থাকে।একটা তার একান্ত ব্যাক্তিগত আর অন্যটা যেটা সে সবার সামনে প্রকাশ করে। ব্যাক্তিগত গত ভাবে সে যা ইচ্ছা তা হতে পারে তাতে নাক গলানো ঠিক না।কিন্তু সবাই এই কাজটাই করছে।খুনের ব্যপারটাকে ছাপিয়ে নাস্তিকতাকেই টেনে আতলামি করছে।নাস্তিক হলে কি দেশকে ভালোবাসা যায়না? নাস্তিক হওয়ার আগে সে তো বাঙ্গালী।আসলে এগুলো হচ্ছে বাঙ্গালীর দোষের ভুত।

বহু আগেই রবি ঠাকুর আঙ্গুল দিয়ে বাঙ্গালীর চরি্ত্রের দোষগুলো দেখিয়ে গেছেন-



“ আমরা আরম্ভ করি শেষ করি না। আড়ম্বর করি কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না। ভুরি পরিমান বাক্য উচ্চারন করিতে পারি কিন্তু তিল পরিমান আত্মত্যাগ করিতে পারিনা। আমরা অহঙ্কার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করিনা। আমরা সকল কাজের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। পরের অনুকরনে আমাদের গর্ব। পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চোক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাক চাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।”



সবাই খলি কোথায় কার খুত আছে তা খুজে বেড়ায়।যেন নিজে ধোয়া তুলসী পাতা। এই দোষ চাপানোর ভুতটা বাঙ্গালীর আর যাবে না।



যাইহোক, নাস্তিকতা নামক “গু” ঘেটে খাটাসের পরিচয় না দেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। রাজীব খুন হয়েছে, খুনের বিচার চাই ব্যাস।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

মতিউর2010 বলেছেন: খুনের বিচার অবশ্যই চাই। কিন্তু অন্যের অনুভুতিতে আঘাত দেয়া কি ঠিক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মাহ্ফুজ বলেছেন: ভাই যে কারনে লিখলাম আপনি কিন্তু সেই “কারণ” টাই করছেন। এ মুহুর্তে রাজীবের নাস্তিকতা নিয়ে কথা বলা মানে একধরনের জামাত শিবিরেরই সমর্থন করা....।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

princejohn বলেছেন: যারা বেশি ধার্মিক তাদের বলেন, নাস্তিক খুজে খুজে খুন করতে। তাহলে তাদের ধার্মিকতা বৃদ্বি পাবে। পৃথিবীর কোন ধর্মে নাই। আর ইসলামে তো নাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

একাকি রাতে বলেছেন: @princejohn :boss onner chobi nijer propick hisabe use korata ki noitikota somorton kore

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সবুজ ভীমরুল বলেছেন: ভাই, আপনি কি তার লেখা গুলো পড়েছেন? আপনি রাজীবের খুনের বিচার চান ভাল কথা, কিন্তু নোংরা ভাবে অশ্লীল ভাষায় লেখকদের বিচার চান কিনা??

ঐসব নোংরা লেখক একজন খুনির মতই ভয়ঙ্কর!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

মাহ্ফুজ বলেছেন: ভাই নাস্তিকতা নিয়ে লেখা আমি পড়িনা...আমি লেখাতেই বলেছি,নাস্তিক হওয়ার আগে সে বাঙ্গালী। তাকে আন্দোলোনের সুএ ধরেই খুন করা হয়েছে...সুতরাং নাস্তিকতা অপ্রাসঙ্গিক মনে হয়।
সব ধর্মেই নাস্তিক থাকে, তাই বলে কি ধর্মের কিছু আসে যায়??

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

শরিফ নজমুল বলেছেন: রাজীব খুন হয়েছে, খুনের বিচার চাই ব্যাস।



একমত!!!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

নীলপথিক বলেছেন: বিচার অবশ্যই চাই। তবে তার মতন নোঙরা মানসিকতার একজন লোক মানুষের কাছে শহীদের মর্যাদা পাবে , এটা মেনে নিতে পারছি না।

আর ও হ্যাঁ, রাজাকারদের ফাঁসি চাই, সে যে দলেরই হোক না কেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

গ্রেটার রোড বলেছেন: ধর্মের বিরুদ্ধে লেখা-লেখি করা খারাপ, তাই বলে তাকে মেরে ফেলা কিসের ভালো? তাই যদি হবে তাহলে এখনো মানুষ ইউটিউব বন্ধ করা নিয়ে এত হাহাকার কেন করছে? প্রক্সি সার্ভার দিয়ে ইউটিউব কেন ব্যবহার করছে?হিন্দুদের নিয়ে তো আমরা অনেক কথাই বলি, তাদের দেবতাদের ছোট করে কথা বলি, তখন কেন কাউকে খুন করা হয়না? খুন করার পর সমালোচনা তো দূরের ব্যাপার, জীবিত অবস্থায় তাদের বাহবা পর্যন্ত দেয়া হয়। হিন্দুরা সংখ্যালঘু তাই?তাহলে আমরা আবার কোন মুক্ত চিন্তার গর্ব করি?ঠিকই তো কাফের, খ্রিষ্টানদের সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্সে ভীড় করি,হিন্দুদের "ফ্যাশন" অনুসরণ করে নিজেদের স্মার্ট প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগি, হলিউডি স্টাইলে প্রি ম্যারিটাল ফিজিক্যাল রিলেশনশিপ এ জড়াই। তাহলে একজন নাস্তিককে আবার কিসের সমালোচনা করি? এটা মনে রাখতে হবে যে "ডক্টর হিল দাইসেলফ ফার্স্ট"

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মাহ্ফুজ বলেছেন: চমৎকার বলেছেন...।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

জালিমের দুশমন বলেছেন: এই দেশ মানুষের। এই দেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান। ইসলামকে নিয়ে নোংরামি করা মানে এই মুসলমানদের অসম্মান করা। এই মুসলমানদের অসম্মান করা মানে এই দেশের মানুষকে অসম্মান করা। এক অর্থে এধরনের মানুষ দেশদ্রোহি।


দেশকে ভালোবাসা যেমন একটি আবেগী ব্যপার তেমনি ধর্মানুভুতিও আবেগের ব্যাপার। এই আবেগ মানুষের। আপনি এই মানুষদের মানসিক ভাবে আহত করে দেশকে ভালোবাসেন কিভাবে?


আপনাকে আমি একটা চড় দিলে যতটা আঘাত পাবেন - আমি নিশ্চিত আপনাকে "খা....পো...." বলে গালি দিলে তারচেয়ে শতগুন আঘাত পাবেন।



----আমি এভাবেই ভাবছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

মাহ্ফুজ বলেছেন: আঘাত পাবো নিশ্চয়ই কিন্তু আপনাকে খুন করব না।
নাস্তিক হলে মেরে ফেলতে হবে সেটা কি ইসলাম ধর্ম বলে??? আপনার উপরের মন্তব্য টা দেখেন, উত্তর পেয়ে যাবেন আশা করি।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

জালিমের দুশমন বলেছেন: তবে তার নাস্তিকতার সাথে আমাদের আন্দোলনের কোন যোগ নাই।
তাকে যে বা যারাই হত্যা করুক তার উপযুক্ত বিচার করতে হবে। একটা স্বাধীন দেশে এভাবে কাউকে নির্মমভাবে হত্যাকরা হল- এটা মেনে নেয়া যায় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

মাহ্ফুজ বলেছেন: আমি সেটাই বলতে চাচ্ছি, নাস্তিকতার সাথে আমাদের আন্দোলনের কোন যোগ নাই।
নাস্তিকতা নিয়ে কথা বলছে বিভ্রান্তরা আর যাদের বিরুদ্ধে আন্দোলন তারা।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

টিনের চশমা বলেছেন: আমি জামাত আর নাস্তিক - এই দুইডার কোনডারেই দেখবার পারি না X(( X(( X((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

মাহ্ফুজ বলেছেন: একটা ধর্মান্ধ এটা ধর্মহীন...আমিও দেখবার পারিনা। এটা মানুষ বিনা অপরাধে খুন হয়েছে...তাই খুনীর শাস্তি চাচ্ছি।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

গ্রেটার রোড বলেছেন: গালি দিলেই যদি তার প্রতিকার হয় মেরে ফেলা তাহলে আমরা দিনে কয়েকবার করে মরতে হবে। আর ইসলাম কি এতই অসহিষ্ণু ধর্ম যে সেটা নিয়ে কিছু বলা যাবেনা? তাহলে ইসলাম প্রচারের শুরুর দিকে তো আরব জনশুন্য হয়ে যাওয়ার কথা। আর কারো ধর্মানুভূতি যদি এতই সংবেদনশীল হয় তাহলে পশ্চিমা দেশগুলো যে ইসলাম নিয়ে এত কথা বলে তাদের কিছু করুক,অন্তত সেই সব দেশের দূতাবাসগুলো পুরিয়ে দিক, দূতাবাসের রাষ্ট্রদুতগুলোকে কুপিয়ে মারুক, তারপর সমালোচনার গুলিগুলো তাদের লাশের উপর ঝেড়ে ফেলুক।তা তো করার মুরোদ কারো নেই। এখনই ব্লগে ঢুকে দেখলাম ইউটিউব আবার চালু করা হয়েছে তাই সবার আনন্দের শেষ নেই। মহানবী নিয়ে ব্যঙ্গ করা সিনেমার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন?ইসলাম কি এখন আর আপন মনে হচ্ছেনা?নাকি নিজেদের সুবিধার জিনিস তাই সমগ্র মানব জাতির অধিকার দেখিয়ে ব্যবহার করা শুরু করবেন?পূজা গেলো তখন তো ঠিকই মণ্ডপগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কটুক্তি করতে ছাড় দেননি।ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। মাদার তেরেসা মুসলমান ছিলেননা, কিন্তু তার অনুগ্রহ নিতে মুসমানরা ছাড় দেয়নি। যারা নাস্তিক-আস্তিক বলে বেশী লাফালাফি করছে তাদের অধিকাংশেরই প্রিয় নায়ক-নায়িকা হলিউডি-বলিউডি। সিনেপ্লেক্সে কোন মুভি চলছে তার খবর তারাই বেশী রাখেন।কম্পিউটার ঘাটলে দেখা যায় বলিউডি-হলিউডি নায়িকারদের গরম ছবি। কিসের ধর্মের কথা বলেন আপনারা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

মাহ্ফুজ বলেছেন: বলেছেন বটে...যারা নাস্তিক-আস্তিক বলে বেশী লাফালাফি করছে তাদের অধিকাংশেরই প্রিয় নায়ক-নায়িকা হলিউডি-বলিউডি। সিনেপ্লেক্সে কোন মুভি চলছে তার খবর তারাই বেশী রাখেন।কম্পিউটার ঘাটলে দেখা যায় বলিউডি-হলিউডি নায়িকারদের গরম ছবি। কিসের ধর্মের কথা বলেন আপনারা?

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

গ্রেটার রোড বলেছেন: আর আপনারা যদি নিজেদের বাঙ্গালী দাবি করেন তাহলে আপনাদের জানা উচিৎ যে আমাদের পুর্বপুরুষেরা হিন্দু ছিল।মুসলমানরা এদেশে আসার পর ক্রস ম্যারেজের মাধ্যমে, কিছুটা পলিটিক্যাল আর কিছুটা জোর করে,আমরা মুসমান হয়েছি। আর যদি নিজেদের খাঁটি মুসলমান দাবি করেন তাহলে আপনারা আদপেই বাঙ্গালী নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.