![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বেয়াকুব মনস্থির করল সে তার একমাত্র শালীর বাড়ীতে বেড়াতে যাবে। বেয়াকুব তার স্ত্রীকে বলল, “ও বউ” তোমার বোন মানে আমার শালীর বাড়ীতে বেড়াতে যাব।
স্ত্রীঃ খুবই ভাল কথা, আমাকেও নিয়ে চল।
বেয়াকুবঃ না, তোমাকে নিব না।
স্ত্রীঃ তুমি একলা গেলে তো পথ ভুলে যাবে।
বেয়াকুবঃ তুমি আমাকে যাওয়ার পথ শিখিয়ে দাও আমি ঠিকভাবে যেতে পারব, ভুলব না।
স্ত্রীঃ তুমি সোজা পথ ধরে হাঁটবে।কতদুর গিয়ে একটা খাল। নৌকা দিয়ে খাল পার হবে। খালের পাড় দিয়ে সোজা হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে একটা বড় বাজার দেখবে। বাজারের দক্ষিন পাশে একটা বড় বটগাছ। সেই বটগাছের সোজা পশ্চিমদিকের বাড়ীটা হল আমার বোনের বাড়ী অথবা বাজারে গিয়ে আমার বোনের ছেলের নাম “হামজু” মিয়ার বাড়ী কোথায় বললে লোকে দেখিয়ে দেবে।
বেয়াকুব স্ত্রীর কথামতো হাঁটতে শুরু করল।নৌকা দিয়ে খাল পার হল, আবার হাঁটল। হ্যা, একটা বাজার দেখতে পেল। হাটের পশ্চিম কোনে বটগাছটাও দেখল। কিন্তু এত পথ অতিক্রম করতে গিয়ে বেয়াকুব “হামজু মিয়া” নামটা ভুলে বসল এর সাথে বটগাছের কোনদিকে বাড়ী সেটাও ভুলে গেল।কোন রকমেই মনে করতে পারছে না। বাজারের লোকজন কে কিভাবে জিঙ্গাসা করবে সেটারো কোন উপায় খুজে পেল না।
অবশেষে বেয়াকুব বটগাছের উপর উঠে চিৎকার করতে লাগল, “আমি কার খালুরে- আমি কার খালুরে?”
বাজারের লোকজন এই দৃশ্য দেখে বটগাছের নিচে অনেকেই জমা হল। লোকজন দেখে বেয়াকুব বটগাছ থেকে নামল।এক প্রবীন জিঙ্গাস করল, আপনি এমন করছেন কেন?
বেয়াকুব সবিস্তারে বলল, আমি আমার শালীর বাড়ীতে যাব-দিক হারিয়ে নাম ঠিকানা হারিয়ে ফেলেছি-তাই বলছি, আমি কার খালুরে?
দিকবিদিক হারা বেয়াকুব বাজারের লোকজন সঠিক পথের নির্দেশ দিতে পারল না…।
যাইহোক, আমরা যারা আম জনতা, সাধারণ মানুষ, আমাদের অবস্থা্ও ঔই বেয়াকুবের মতই। আমাদের কথাও কেও বুঝেনা। আর যদি সাহস করে একবার বুঝাতে চাই, দশবার ভাবতে হয় কারন কারো যদি গায়ে লাগে তো প্রান যাওয়র আশংকা থাকে…।
যদি আওয়ামীলীগ নিয়ে কিছু বলি তো ছাত্রলীগের হামলার ভয়, যদি বিএনপি কে নিয়ে কিছু বলি তো ছাত্রদলের হামলার ভয়, আর জামাত-শিবিরের নামে…ওরে বাবা থাক আর নাই বলি।
এই আমলাদের হামলার ভয়ে আমরা আম জনতা হাবলা হয়েই থাকতে হয়। আর দিকবিদিক হরিয়ে মাঝে মাঝে “আমি কার খালুরে?” এটা জিকির করতে হয়।
তারা হরতাল ডাকবে, লাঠিচার্জ করবে, জলকামান থেকে গরম পানি ছেুড়বে, দুর্ণীতি করবে, কেলেঙ্কারী ঘটাবে, দেশের বারোটা বাজিয়ে তেরোটা বাজাবে…..তখনও আমাদের কিছু করনীয় নাই। তখন শুধু বলতে হয় আমি কার খালু রে? কার খালু?
(কৌতুকটা প্রিয় শিক্ষক মোঃ হোসেন খানের লেখা।তবে সাধু থেকে চলিত করেছি আর কিছুটা পরিবর্তন করেছি)
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
আজমান আন্দালিব বলেছেন: যদি আওয়ামীলীগ নিয়ে কিছু বলি তো ছাত্রলীগের হামলার ভয়, যদি বিএনপি কে নিয়ে কিছু বলি তো ছাত্রদলের হামলার ভয়, আর জামাত-শিবিরের নামে…ওরে বাবা থাক আর নাই বলি।
এই আমলাদের হামলার ভয়ে আমরা আম জনতা হাবলা হয়েই থাকতে হয়। আর দিকবিদিক হরিয়ে মাঝে মাঝে “আমি কার খালুরে?” এটা জিকির করতে হয়।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ভুল উচ্ছাস বলেছেন: আমি কার খালুরে?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ভুল উচ্ছাস বলেছেন: আমিও টেলিকমে পড়ছি, তা আপনি কোন ইউনিতে আছেন? ফেবুতে আমাকে রিক দ্যান, বিস্তারিত চ্যাটে কথা বলা যাবে খন। https://www.facebook.com/zonayed.s
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: যথার্থ ।