![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই মেলায় যে প্রকাশকদের স্টল পুড়ে গেছে তারা আবেগাপ্লুত হয়ে বলছিল, যে দেশ কোন কিছুর নিরাপত্তা দিতে পারে না সে দেশে থেকে কি লাভ? ভাবছি যেখানে জীবনের নিরাপত্তাই নেই সেখানে বইয়ের স্টলের নিরাপত্তাতো তো দুরের কথা।
আসলেইতো, আমরা সবাই কেমন যেন একটা অনিশ্চয়তার ভূগছি। সবাই যেন কার কাছে জিম্মি হয়ে আছি।
নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে দেশের ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা, ঠিক এই কথাটাই বুঝতে পারছেনা কেও। স্বাধীন দেশের মানুষ তো এমন হয় না।স্বাধীন দেশ তো এমন হয় না।
স্বাধীন দেশে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারে, দু মুঠো ভাত শান্তিতে খেতে পারে, সম্মান নিয়ে বাচতে পারে...।
তবে কিশের আশায় এত মানুষ জীবন দিল..?কিশের আশায় মা তার দুধের সন্তান কে গলা টিপে মারতেও দ্বিধা করেনি..?
মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তারা তো চলেই গেছেন, ভাবছি তাদের কথা, যে মুক্তিযোদ্ধারা এখনো বেচে আছেন। যারা সব কিছু নিজের চোখে দেখছেন, যারা নিজে স্বাধীন করে নিজেই অনিরাপত্তায় ভুগছেন।তাদের কেমন কষ্ট হচ্ছে ভাবা যায়?
খুব খারাপ লাগে কথাগুলো ভাবলে ...।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
এম. সৌরভ বলেছেন: বলার ভাষা নেই............
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভাইরে আবেগের কথা বইলেন না।
অরা বইমেলায় আগুন দিয়া আমগো দুইটা মেছেঝ দিছে, একেতো, অরা নিরাপত্তার ভিত্রে হান্দাইতে পারে, দুইতো, অরা আমগো কামে আসার হ্যাডাম রাহে।
দূর!
মরার আগে খড়ের গাদায় আগুন।
আমাগো কাছে আমাগো অক্ষরে আগুন। ছাগুসমাজ হাগু খা, খাইতে খাইতে দেশে যা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
মাহ্ফুজ বলেছেন: এটা কিন্তু এখনো প্রমানিত হয়নি কে আগুন দিয়েছে। সুনির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না বোধয়।
তবে যেই দিক, যেই বোমা ফাটাক সে এদেশের মানুষ হবার যোগ্যতা নাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মো কবির বলেছেন:
ভাই আমরা সবাই শুধু ভাবি আর কষ্ট পাই কিন্তু কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার পথ খুঁজে দেখি না।
তাই আমি একটি পথ খোঁজার চেষ্টা করছি ইচ্ছে হলে দেখতে পারেন,
গ্রুপের লিংক
লাইক পেজ