![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“গর্ব” রিয়ালিটি শো তে আব্দুন নূর তুষার আজকের বিশেষ অতিথি বর্ষা আর অনন্ত জলিল কে প্রশ্ন করছেন। প্রথমেই তিনি দুজনকে যথাক্রমে বাংলার সুপারস্টার এবং সুপার হিরোইন আক্ষায়িত করলেন।
আব্দুন নূর তুষার: নতুন ছবি নিঃশার্থ ভালবাসাতে দর্শকদের জন্য নতুন কি থাকছে?
বর্ষা: নিশার্ত ভালবাসাতে আমরা সবটুকু ভালবাসাই নিশার্ত ভাবে দেয়ার ট্রাই করেছি। আমি এই ফিল্মে বিভিন্ন ক্যারেক্টার প্লে করেছি যেমন, মডেল হতে চেয়েসি, মডেল হয়েছি, হতে গিয়ে অনেক গীভ এন্ড টেক হয়েছে…সবমিলিযে আমরা ফিল্ম ফ্যাক্টরিকে উন্নত করতে চেষ্টা করতেসি আর কি...।
অনন্ত: আপনারা জানেন আমার পতম ফিল্ম দ্য সার্চের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা রেভ্যুলেশন শুরু হয়েছে। হলিউডের দাচে এ্যকশনে পরিবর্তন এনেছি। এরপর মোস্ট ওয়েলকাম করলাম। দশক কে ওয়ান বাই ওয়ান বাল কিছু দেয়ার পতিচ্রুতি দিচ্ছি।
তার পতিচ্রুতি পেয়ে আমিও কুশি হয়ে গেলাম
(আমার মনে হয় সাকিব খান অনন্ত জলিলের চাইতে অনেক ভাল অভিনয় করেন।উনাকে হেয় করছিনা মোটেও। কথাগুলো শুনে মজা পাচ্ছিলাম তাই শেয়ার করলাম। অনন্ত অভিনয় ভাল না করলেও বাংলা ছবিতে তিনি যে রেভ্যুলেশন শুরু করেছেন সেটার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মাহ্ফুজ বলেছেন: ভাই আমিও এখনো অনন্তের ছবি দেখিনাই। তবে অনন্ত কে অবশ্যই সাপোর্ট করি...কেউ তো অন্তত চেষ্টা করছে ভালো করার জন্য। আমি পজিটিভলিই নিয়েছি অনন্ত কে। আমার দেশের সুপারস্টার কে নিয়ে একটু মজা তো করতেই পারি তাইনা
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
বাদল দিনের গান বলেছেন: শো টা কখন হইলো! আজকে তাইলে বিরাট বিনুদুন মিস করছি! জলিল বাইরে দেখলে আমার যত টা হাসি পায়, মিস্টার ভিন কে দেখলেও আমার এতো হাসি পায়না ! জলিল বাই অবিনেতা এক্কান, মাসাল্লা !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
মাহ্ফুজ বলেছেন: ৯.৩০ টায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
আব্দুল্লাহ নাটোর বলেছেন: পুরাটা পড়লাম দশক কে ওয়ান বাই ওয়ান বাল কিছু দেয়ার পতিচ্রুতি দিচ্ছি।
এখন পর্যন্ত জলিলের একটা ছবিও আমি দেখি নাই। যতটুকু বুঝি ছেলেটা চেষ্টা করতেছে । একটু পজিটিভ ভাবে নেন ভাই। একদিনে তো আর কিছুই হবে না চেষ্টা করতে দেন।