নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

গুলি করা ছাড়া কি প্রতিহতের আর কোন উপায় নেই?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

সব রাষ্ট্রেরই প্রধান কাজ হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, জনগনের জান মালের নিরাপত্তা দেয়া। সেটা রক্ষার জন্য গুলি কেন, কামান দাগা করতেও বাধা নেই।



একটা গনতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন যে কেও করতে পারে। কিন্তু সেই আন্দোলন যদি হয় সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের উপাসনালয়ে হামলা, পুলিশের উপর হামলা, বোমা ফাটানো…তখন সেটাকে আর আন্দোলন বলে না, বলে সন্ত্রাস, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হামলা।কারণ শত্রুরা সুজোগ খুজতে থাকে।



আর যখন কোন সহিংসতা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানে, তখন সেটা প্রতিহত করতে রাষ্ট্রের কঠোর হওয়াটা মোটেও অযৌক্তিক না।বরং রাষ্ট্রের দায়িত্ব।



একটা সংঘাত নিঃসন্দেহে আরেকটি সংঘাতেরই জন্ম দেয়। আমার মনে হয় এভাবে গুলি না চালিয়ে অন্য কোন উপায়ে তাদের প্রতিহত করা উচিৎ।এরকম সহিংসতা তারা আগেও অনেক করেছে, তখন কিন্তু পুলিশ এভাবে গুলি না চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। আগে পারলে এখন পারবে না কেন?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তিলন বলেছেন: হ্যা, গুলি করা ছাড়াও আরও উপায় আছে, জামাতের এই পশুগুলোকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসা

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

মাহ্ফুজ বলেছেন: হ্যা, যেহেতু এদেশে তাদের এলার্জী সেহেতু এদের বঙ্গোপসাগরে ফেলে দেয়া হোক..নে বাবা, সাতরিয়ে তোর দেশে ফিরে যা।

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫১

অশ্রুহীন মন বলেছেন: হ্যা এগুল করা ছাড়াও আরও উপায় আছে, জামাতের এই পশুগুলোকে আমাজান বনে ফেলে দিয়ে আসা

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২২

মাহ্ফুজ বলেছেন: আমাজান বেশি দুরে..মনে হয়না সম্ভব। তাদের সংখ্যা অনেক।

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫১

নায়করাজ বলেছেন: বিপ্লব হলে প্রতিবিপ্লবী থাকবে। আর বিপ্লব রক্তপাত ছাড়া হয় না। ইতিহাস সেটাই বলে।

যারা মানুষের জান-মালের জন্য হুমকি, তাদের গুলি করে মেরে ফেলাটা খুবই যুক্তিসঙ্গত।

আপনার মা-বোনের সম্ভ্রম কেউ নষ্ট করতে এলে আপনি কি তাদের জামাই-আদর করবেন ?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৫

মাহ্ফুজ বলেছেন: যারা আমার মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছে তাদের ফাশির জন্যই গলা ফাটাচ্ছি।

দেখুন আমরা যারা বিচারের জন্য আন্দোলন করছি তারা যেমন ৭১ দেখিনি, যারা বিচার ঠেকানোর জন্য আন্দোলন করছে তারাও দেখেনি। তারা আজকের আল্লামা সাঈদি কে দেখছে, দেলু রাজাকারকে দেখছেনা। ধর্মান্ধ হয়ে ন্যায় অন্যায় দেখছে না।

একদিনেই যদি এত হত্যা হয় তো আরো তো দিন বাকি আছে, সেগুলোর কথাও ভাবুন?? আর সাধারণ মানষের কি অবস্থা?? তারা কিন্তু ভয়েই আছে, কারন গুলিতে সাধারণ মানুষও তো মরছে।

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: দুই একটা উদারন দিতে পারেন কি কেম্নে পাগলা কুত্তারে গুলি না কইরাও নিয়োন্ত্রন করা যায় :D

অঃটঃ পাগলা কুত্তা ;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০০

মাহ্ফুজ বলেছেন: কুত্তার ঠ্যাং ভেঙ্গে দেয়া, তাইলে অন্তত খুন শব্দটা উচ্চারণ করতে পারবে না...

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০২

এ জাফর বলেছেন: আমাদের টেক্সের টাকায় পালিত পুলিশ সাধারন জনতার উপর নির্বিচারে গুলি করবে তা কখনো মেনে নেয়া যায় না। আমি জানতাম পুলিশ একমাত্র নিরুপায় হলে গুলি করতে পারে তাও আবার হাঁটুর নীচে। আমার প্রশ্ন হচ্ছে কার নির্দেশে আমাদের দেশের পুলিশ সাধারন জনতার উপর এভাবে গুলি চালাচ্ছে তা সরকারের পক্ষ থেকে জানানো হোক।

৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৬

কর্ন বলেছেন: বাংলাদেশে অনেক হরতাল, অবরোধ হয়েছে কিন্তু কোন হরতালে জনতা পুলিশ কে মেরে ফেলতে চায় নাই ইচ্ছাকৃত ভাবে । কিন্তু শিবিরেরে বেপার টা দেখেন ইচ্ছাকৃত ভাবে পুলিশের উপর হামলা যাতে পুলিশ নিহত হয় । এই অবস্থায় গুলি না চালিয়ে কি করা উছিত। বাংলাদেশের কন রাজনৈতিক দল থানা আক্রমণ করে পুলিশ কে পিটিয়ে মেরেছে ?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৪

মাহ্ফুজ বলেছেন: একটি সহিংসতা কি আরেকটি সহিংসতা দিয়ে ঠেকানো যায়?

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১১

মুহাই বলেছেন: তারা পিটিয়ে পুলিশ মারবে আর পুলিশ আঙুল চুষবে?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

মাহ্ফুজ বলেছেন: না, চুষবে না। গুলিটা বুকে না চালিয়ে পায়ে চালাতে বলছি। এরকম সহিংসতা তো আগেও চালিয়েছে তারা,আগেতো এমন গুলি করেনি, হঠাৎ কেনোেএভাবে গুলি চালানো আরম্ভ হলো?

৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৫

আমরা বুঝি... বলেছেন: বুঝলাম না ভাই মানবতা বিরোধীদের বিচার করতে গিয়া আমরাও কি অমানবিক হইয়া জাইতাসি ??? সহিংস পথ জামাত শিবির যদি অবলম্বন করে আর আমরাও করি তাহলে দেশে হতে শান্তি আসবে কিভাবে?? আর জামাত শিবির এত ছোট দল নয় যে তাদের চাইলেই দমন করা সম্ভব অথবা সাগরে ফেলে দেয়া সম্ভব সুতরাং পুলিশ বাহিনিকে বিপদে না ফেলে সরকারের উচিৎ আলোচনার বাবস্থা করা । যাতে দেশে সশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসে ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২১

মাহ্ফুজ বলেছেন: একদম ঠিক বলেছেন..মানবতা বিরোধীদের বিচার করতে গিয়া আমরাও কি অমানবিক হইয়া জাইতাসি ???
পুলিশ বাহিনিকে বিপদে না ফেলে সরকারের উচিৎ আলোচনার বাবস্থা করা । যাতে দেশে সশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসে ।

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: কাল সাপ বাঁচিয়ে রাখার মানেই হচ্ছে সে পরে আবার ছোবল দেয়ার চেষ্টা করবে!!!
তাই......

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

মাহ্ফুজ বলেছেন: কটা সাপকে মারবেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.