নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

“ভাইয়েরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন।আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা,রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়…………….মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…জয় বাংলা!”



ভাষনটির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বাঙ্গালীর মুক্তির কথা বলেছেন।



অনেকেই বাকশাল নিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, তাদের বলছি, দেখুন বঙ্গবন্ধ্রুও রক্ত মাংসের মানুষ ছিলেন। ভুল তাঁরও হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, এই মহান মানুষটি আর যাই হোক, কখনো বাঙ্গালীর অমঙ্গল চাইতে পারেন না। রাজনৈতিক সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে তা না।



বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন।কখনো নিজের নিরাপত্তার কথা ভাবেননি। তাকে যদি নিরাপত্তার কথা বলা হতো, তিনি বলতেন,“এই জাতি আমার সন্তান, আমার কোন সন্তান আমার গায়ে গুলি করতে পারে না”।.একটা মানুষ কতটা সরল হলে, কতটা বিশ্বাস করলে এই কথাটা বলতে পারেন? তিনি জানতেন না কিভাবে রাজনীতিতে কুট কৌশল প্রয়োগ করতে হয়। এটিই ছিল তার সব থেকে বড় ভুল।সুতরাং তাকে নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি তাঁর কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে। শ্রদ্ধাভরে স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।



জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!



(দয়া করে আমাকে আওয়ামীলীগ সমর্থক ভাববেন না)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

নন্দনপুরী বলেছেন: বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে। শ্রদ্ধাভরে স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

ফারামনির চেহারাডা অনেক মিষ্টি আছিলো। এজন্যই ব্লগের অনেককেই লোল ফালাইতো। ভাবছিলাম আমিও লাইন মারুম।

এই বেডি হারামী শায়মার লাইগা .................................

আর সান্তনুরে আমার মন চাইতো দুইগালে দুই লাত্থি দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.