নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামীর ইসলাম হেফাজত এবং নাস্তিকদের ব্যাপারে কিছু কথা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

গতকাল জুমার নামাজে সালাম ফিরিয়ে দোয়া শেষ করা মাত্রই দাড়ি টুপিওয়ালা একলোক এসে চিৎকার করে বলতে লাগলেন,

"হে মুমিন ভাইয়েরা আমার, আমার আল্লাহ, রাসুল (সঃ), পীর মাষায়েকের নামে যারা কুৎসা রটাচ্ছে, কটুক্তি করছে, শাহবাগের সেই নাস্তিকদের বিরুদ্ধে এখন বিক্ষোব মিছিল হবে, আপনারা আমাদের সাথে মিছিলে যোগ দিন"।



মসজিদ থেকে বের হয়ে দেখলাম দুজন হুজুর হেফাজতে ইসলামীর ব্যানার ধরে দারিয়ে আছেন। ওদিকে নামাজ পড়ে সবাই যে যার মতো চলে যাচ্ছে। আমি দাড়িয়ে ব্যানারের লেখা গুলো পড়ে ব্যানার ধরে থাকা হুজুরদের দিকে তাকানো মাত্রইএকজন হুজুর হাত তুলে আমাকে কাছে যেতে ইশারা করলেন। আমি আর না দাড়িয়ে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম।পরে আব্বু বাসায় আসার পর জিজ্ঞেস করলাম মিছিলে মানুষ কেমন হয়েছিলো। আব্বু বলল মিছিল নাকি হয়নি। কেও যাচ্ছে না।হুজুরেরা কজন বাচ্চা কাচ্চা নিয়ে ব্যানার ধরে দাড়িয়ে আছেন।



ভাবছি নাস্তিক হওয়াটা কত সোজা হয়ে গেলো!!! যাকে তাকে নাস্তিক বানিয়ে ফেলা হচ্ছে। আল্লাহ রাসুলের (সঃ) নামে কুৎসা রটানো অবস্যই কোন মুসলিম সহ্য করবে না।আমিওতো মুসলিম, কই আমার তো কখনো মনে হয়নি শাহবাগে ইসলাম বিরোধী কথা বলা হয়েছে বা হচ্ছে...আল্লাহ রাসুল ( সঃ) তো আমিও মানি। তবে তারা কি সামথিং স্পেসাল?



শাহবাগ তথা তরুন প্রজন্মের দাবি তো একদম স্পষ্ট, পানির মত পরিষ্কার। রাজাকারদের দের সর্বোচ্চ শাস্তির দাবি।হেফাজতের হুজুরেরা এখানে নাস্তিকতার গন্ধ কোথেকে পেলেন আল্লাহ মালুম ।সবাই কে নাস্তিক বলার এই অধিকারই বা কে দিলো তাঁদের?



যাকে তাকে নাস্তিক বানানোটাও তো ধর্মানুভুতিকে আঘাত করা। আর কারো অনুভুতির কথা জানি না, আমার অনভুতিতে লেগেছে কারণ আন্দোলনে তো আমিও গিয়েছি। আমিতো নাস্তিক না।। যাকে তাকে নাস্তিক বানানোকে ইসলামের হেফাজত বলে না। ইসলাম এত ঠুনকো ধর্ম না যে দুই একটা নাস্তিকের কথায় উড়ে যাবে। নাস্তিক তো সব ধর্মেই থাকে, তাতে কি ধর্মের কিছু আসে যায়?



নাস্তিক যদি একজন হয় তো তার বীপরীতে আস্তিকের সংখ্যা কোটির চেয়েও অনেক বেশি…গুনায়ও পরে না। যদি হেফাজত করতেই চান তো যে কাওকে নাস্তিক বানিয়ে না, যে নাস্তিক তাকে বুঝিয়ে আস্তিক হতে বলেন।তখন আর এত ঝামেলা হবে না।



ব্লগের গুটি কয়েকজন স্বঘোষিত নাস্তিকদের বিরুদ্ধে আরো আগেই কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ ছিলো। মোটেও কঠিন কাজ ছিলো না। নাস্তিক হতে চাস তো হ, ব্যাক্তিগত ব্যাপার, কিন্তু আমার ধর্ম নিয়ে একটা বাজে কথাও কারো বলার অধিকার নাই।খোলা জায়গা পেয়ে যে যার মতো যা ইচ্ছা লিখে যাবে এটা মেনে নেয়া যায় না।নাস্তিকদের ঐ যুক্তি ফুক্তি আর যাই হোক, কোন মানুষের উপকারে আসবে না। বরং সংঘাত বাড়াবে।



অতীতে তসলিমা নাছরিনকে নাস্তিক বলে দেশ থেকে তাড়ানো হয়েছে, অথচ আজ কত ব্লগার তসলিমার চেয়ে শতগুন বেশি ধর্মানুভুতিতে আঘাত হানছে, এসব কি সরকার দেখেনা? তাদের বিচার হওয়া তো দুরের কথা, একটা তদন্ত কমিটিও সরকার গঠন করেনি এতদিন। আমি মনে করি এ বিষয়ে সম্পুর্ণ দোষ সরকারের। শুনলাম একটা কমিটি গঠিত হয়েছে। হাহ! তা এতদিনে বাদে কেন আপনাদের টনক নড়লো?













মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: নাস্তিক অর্থ কি হেরাই বুঝেনা
আর বুঝলে বাংলাদেশে মুসলিম শতকরা যেখানে ৯০ ভাগ সেথা
নাস্তিক রা কোত্থেকে এল , তারা কারা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

মাহ্ফুজ বলেছেন: নাস্তিকদের খুজতে হয় নাকি, উনারা তো নিজেই এসে বলে দিয়ে যায়। নাস্তিক হয়ে বিখ্যাত হতে চায়...

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

বিবর্ণ আরেফীন বলেছেন: পরিবেশ বন্ধু> আপনার পক্ষে বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমান থেকে নাস্তিক বের করা সম্ভব না, কারণ আপনি নিজেই জানেননা নাস্তিক কারা (এতো কিছুর পরও)। নাস্তিক অর্থ কি, আপনি নিজে আগে বুঝে নেন।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

বিবর্ণ আরেফীন বলেছেন: অতীতে তসলিমা নাছরিনকে নাস্তিক বলে দেশ থেকে তাড়ানো হয়েছে, অথচ আজ কত ব্লগার তসলিমার চেয়ে শতগুন বেশি ধর্মানুভুতিতে আঘাত হানছে, এসব কি সরকার দেখেনা? তাদের বিচার হওয়া তো দুরের কথা, একটা তদন্ত কমিটিও সরকার গঠন করেনি এতদিন। আমি মনে করি এ বিষয়ে সম্পুর্ন দোষ সরকারের। শুনলাম একটা কমিটি গঠিত হয়েছে। হাহ! তা এতদিনে বাদে কেন আপনাদের টনক নড়লো?
Like.

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মাহ্ফুজ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

অন্য পুরুষ বলেছেন: সুন্দর লিখেছেন।

+++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মাহ্ফুজ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৬

পিচ্চি পোলা বলেছেন: দারুণ লিখেছেন। ধন্যবাদ। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর খোয়াব দেখতে শুরু করেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে জামায়াত শিবির। আমরা শান্তির বাংলাদেশ চাই, পাকিস্তান কিংবা আফগানিস্তান কিংবা ইরাক নয়। /:)

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

মাহ্ফুজ বলেছেন: একমত। ইনশাআল্লাহ ফাকিস্তান আফগানিস্তান হবে না আমাদের বাংলাদেশ। ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

একজন পথশিশু বলেছেন: Sohih hadith onujayi kono muslimke nastik totha kafer bolle bokta nijei kafer hoye jabe.
Aar jara ALLAH ta'ala, Muhammad(sm), Islamke nea kharap kotha bole taaderke kothor sasti dea oochit. Jotoshob vondo,soobidhabadi.

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

একজন পথশিশু বলেছেন: Sohih hadith onujayi kono muslimke nastik totha kafer bolle bokta nijei kafer hoye jabe.
Aar jara ALLAH ta'ala, Muhammad(sm), Islamke nea kharap kotha bole taaderke kothor sasti dea oochit. Jotoshob vondo,soobidhabadi.

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

মাহ্ফুজ বলেছেন: এদেশে সবাইই সুবিধার রাজনীতি করে

৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

নামহীন যুবক বলেছেন: বর্তমানে নাস্তিকতার নামে শুরু হইসে ইসলাম বিরোধিতার ফ্যাশন..।। /:) /:) X(

কেও নাস্তিক হপে না আস্তিক হপে সেতা তার বেপার।যার গেয়ান এ জততুক কুলায়। /:) /:) আমাদের ইসলাম ধরমে কার ধর্ম বিশ্বাস নিয়া বারা বারি করতে নিষেধ করা হইসে। আমার কথা হইল তুমি নাস্তিক,আল্লাহ ভগবান কিসু মানো না ,অক্কে ফাইন।কিন্তু তুমি কুন অধিকার এ অন্য ধর্ম নিয়া বাজে কথা বল্বা X(( মুনডা চায় গলায় পাড়া মাইরা জিব্বা টাইন্না ছিররা ফালাইতে X(( X(( X(( X(( .।.।।।

এরা নাস্তিক না,ধর্মবিরোধী। :| X( /:)




১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মাহ্ফুজ বলেছেন: এরা নাস্তিক না,ধর্মবিরোধী। Like

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

আমার স্বপ্নগুলি বলেছেন: ২৪শে ফেব্রুয়ারী ইসলামিক দলগুলো [এখানে জামাতি ইসলাম ছিল না] হরতাল ডাকে মহানবী (সাঃ)কে নিয়ে কুরুচীপূর্ণ লেখার প্রতিবাদে [মূলত থাবা বাবার ব্লগের পরবর্তী প্রতিক্রিয়া]।

শাহবাগের নেতৃত্ব [ইমরান] সেই হরতাল প্রতিরোধ করার ঘোষণা দেয়া হয়।


এর পরেও যদি আপনার এন্টেনায় না ধরে কেন শাহবাগীদের নাস্তিক বলা হচ্ছে - তাইলে ভাই আমারে মাফ কইরেন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

মাহ্ফুজ বলেছেন: হরতাল না মানাতেই নাস্তিক হয়ে গেছে সবাই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.