নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

সান অফ এ গ্রেট ভোদাই :D :D

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

এক বানিজ্যিক নৌজানের ক্যাপ্টেন ছিল এক ইংরেজ।।



একবার এক বাঙ্গালী কর্মচারী হঠাৎ তাঁকে বলে উঠল, “ স্যার আপনি ভোদাই”,



কর্মচারীটির নাম ছিল আতুর আলী

আতুর আলী ইংরেজ সাহেব কে এ কথা বলে আবার কাজে মন দিল।

তাঁর সহকর্মীরা হতচকিত হয়ে বলল, “ তুমি সাহেব কে ভোদাই বলেছ?”।



আতুর আলীঃ হ্যাঁ ভাই ভুলে সাহেব কে ভোদাই বলে ফেলেছি।



সকল কর্মচারীরা পরে গেল চিন্তায়। তাঁরা ভাবল ফিরিঙ্গী সাহেব আতুর আলী এবং তার সহকর্মী ভাইদের এবার চাকরীচ্যুত করে ছাড়বে।

কি বলে সাহেবকে সান্তনা দেয়া যায় সেটা নিয়ে সবাই পরামর্শ করতে লাগল। হঠাৎ একজন লাফ দিয়ে উঠে বলল, উপায় খুজে পেযেছি



সবাই বলে উঠল, কি উপায়??



সে উপায় বলতে শুরু করল, “ সবাই মনোযোগ দিয়ে শোন। আগামীকাল সকালে অথবা বিকালে সাহেব যদি কাওকে এই ‘ভোদাই’ শব্দের অর্থ জিজ্ঞেস করে, তোমরা সবাই বলবে ‘ভোদাই’ অর্থ ‘জ্ঞানী”। এই ব্যাখ্যা শুনে ভোদাই’র ব্যাখ্যা দাতাকে সবাই প্রচুর প্রশংসা করলো।



ঠিক ঠিক পরদিন বিকেলে সাহেব একজনকে ডেকে জিজ্ঞাস করলেন, “ ভোদাই কাকে বলে?”



উত্তরদাতাঃ জ্ঞানী জনকে ভোদাই বলে স্যার।



একথা শুনে সাহেব হো হো করে হেসে উঠলেন এবং উচ্চসরে বললেন, “ মাই ফাদার ওয়াজ এ গ্রেট ভোদাই, আই এ্যাম এ সান অফ গ্রেট ভোদাই”।B-)B-)B-)B-)B-)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

মাহ্ফুজ বলেছেন: হেফাজতে ইসলামীর ইসলাম হেফাজত এবং নাস্তিকদের ব্যাপারে কিছু কথা
Click This Link

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

আমার মন বলেছেন: হু হা হি হে

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: এভরিওয়ান ইজ গ্রেট ভুদাই (আমি ছাড়া) :D :D :D

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

মাহ্ফুজ বলেছেন: B-)) B-)) B-)) :-B :-B

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

প‌্যাপিলন বলেছেন: :) :) :)

৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: khekj.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.