![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খালাতো বোন আমাকে এসে বলছে,
-আচ্ছা একটা সেকেন্ড হ্যান্ড সিপিইউ পাওয়া যাবে? খুব প্রয়োজন। সিপিইউ টা নষ্ট হয়ে গেছে। মনিটর দিয়ে টিভি চালাচ্ছি এখন।
-যাবেনা কেনো, অফকোর্স যাবে। কিন্তু আমার মনে হয় পুরোনো না নিয়ে নতুন নিলেই ভালো হবে। পুরোনো জিনিষ নষ্ট হয়ে গেলে আবার ঝামেলা। ভালো কনফিগারেশন দেখে নতুন নিয়ে একটা নাও , সাথে ওয়ারেন্টিও পাচ্ছো।
-কিন্তু নতুনতো অনেক দাম, হাজবেন্ড টাকা দিচ্ছেনা। সেকেন্ড হ্যান্ডই নিতে বলছে।
(মনে মনে ভাবছি, দিবে কেমনে, মাসে চার পাঁচবার শপিং করলে জামাইর পকেট তো এম্নিতেই ফতু হওয়ার কথা)
-ও…টাকার সমস্যা?? এটা তো তুমিই সল্ভ করতে পারো।
-কিভাবে?
-দু তিন মাস শপিং করা বন্ধ করে দাও। সেই টাকা জমিয়ে ইজিলি অনেক ভালো একটা সিপিইউ কেনা যাবে।
(সে দু চোখ ছানাবড়া করে এমনভাবে আমার দিকে তাকালো মনে হচ্ছে শপিং বন্ধ করতে বলি নাই, কিডনি বেঁচতে বলেছি)
সে বলল,
- No! Mission impossible! অনেক ট্রাই করেছি, পারিনি। দু তিন মাস শপিং অফফ রাখলেতো আমি মরেই যাবো্।শপিং করতে যে এত্তো ভাল্লগে আমার…উফফ!!!
- বুঝতে পারছি তোমার শপিংয়ের বাতিক আছে।বর্তমানে কসেট কাপড় আছে জানতে চাইলাম।
যে হিসাব দিলো তাতে বুঝলাম সে আগামী দুমাস কেনো, দুবছরও যদি শপিং না করে তাও কোনো অভাব হবে না।সিপিইউ কতো প্রয়োজনীয় একটা জিনিষ, যেটা ছাড়া কম্পিউটার চলেনা। কিন্তু শপিং ছাড়াযে তাঁরও চলে না।ভাবলাম কম্পিউটার কদিন না চললেও সমস্যা নাই, কিন্তু মানুষ না চললে তো আবার ঝামেলা।
বুঝতে পারছি, দুলাভাই সেরাম অত্যাচারের মধ্যে আছে
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
সুলাইমান হাসান বলেছেন:
:-& :-&