![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গতিহীনতার পেছনে তিনটি কারণ আমার কাছে দ্বায়ী মনে হয়েছে।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
১) আন্দোলনের লক্ষ্যহীনতা ও অপরিকল্পনা
২) দলীয়করণ এবং
৩) যোগ্য নেতৃত্যের অভাব।
দুঃখ হয় এই ভেবে যে আজ গনজাগরণ মঞ্চ হালে পানে পাচ্ছে না।
আরেকটি বিষয় আশে, সেটা হলো মঞ্চ থেকে ঘোষণা দেয়ার ব্যাপারটি। ঘোষনা মোমবাত্বি প্রজ্বলন পর্যন্ত ঠিক ছিলো।সেদিন মঞ্চে না যেতে পারলেও বাসায় লাইট অফ করে মোম জ্বালিয়েছি। সে কি আবেগ...।
ভোলার মতো না।
লাগাতার স্লোগানে গলা ফাটিয়েছি।
কিন্তু যখন জাতীয় পতাকা উত্তোলোনের ঘোষনা আসলো একটা মঞ্চ থেকে, আর মানতে পারলাম না। কারণ এই ঘোষনাটা রাষ্ট্র ছাড়া আর কারো দেয়ার অধিকার নেই।আজকে যদি আওয়ামীলীগ বা বিএনপি বলে, আগামীকাল জাতীয় পতাকা অর্ধনিমিতো থাকবে। সেটা কি মেনে নেয়া যায়? জনসমর্থনতো তাদেরও আছে।
আর ডা. ইমরান H সরকার...ঘুমু ঘুমু চোখে উনি উনার ইচ্ছামতো শব্দ ব্যাবহার করেন।সেদিন বক্তৃতা দিতে গিয়ে যা বললেন...সরকার নাকি আল্টিমেটাম না মেনে গনজাগরণ মঞ্চের প্রতি অশ্রদ্ধা ও স্পর্ধা দেখিয়েছে...OMG!!
কারনগুলো বিশ্লেষণ করলে অনেক কথাই আসবে। সেদিকে আর যাবোনা। সম্পুর্ন আমার মতামত। মিলে গেলে ভালো আর না মিললে দয়া করে আর যাই বলুন, ছাগু বলবেন না।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
মাহ্ফুজ বলেছেন: ভালো লিখেছেন।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
দলীয়করণটা কি জিনিস
ছাত্রলীগ নীতিগত ভাবে একাত্ত্বতা প্রকাশ ২য় দিন থেকেই প্রকাশ্যেই ছিল। ১৭ দিন পর্যন্ত সর্বচ্চ জনপ্রিয়তা নিয়েই ছিল -
আওয়ামী নীতিগত ভাবে সমর্থন দিবেই, কারন নির্বাচনি ম্যান্ডেট পেয়েছিল এই দাবিতেই।
Click This Link
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
মাহ্ফুজ বলেছেন: ভাইয়া,
নীতিগত সমর্থন এক জিনিষ, আর আন্দোলনের নেতৃত্ব স্থানে থাকাটা আরেক জিনিষ। নীতিগত ভাবে তো প্রথম প্রথম সবাইই একাত্বতা প্রকাশ করেছিল। কিন্তু মানুষ যখন নিজ চোখে দলীকরণ দেখে, তখনই....।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩
রেজা এম বলেছেন: এটা জানাই ছিল । ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
মাহ্ফুজ বলেছেন: হুমম...
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
আদনান সৈয়দ বলেছেন: একমত। এই দুঃখ আপনার মত আমারও.....এই নিয়ে প্রচুর লিখেছি..লিখছি। কিন্তু তাতে কি?
Click This Link