নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

তুই ধুত্তরি! তুই ধুত্তরি! তুই ধুত্তুরি! :D:D:D

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

সেদিন ছিল শুক্রবার। সোয়া বারোটা বাজে। পিসি অফ করে গোসল করতে যাবো এমন সময় ছোট্ট ভাইটি(৪)এসে বললো কার্টুন দেখবে। তাকে বললাম,



:ভাইয়া এখন নামাজ পড়তে যাবো, এসে কার্টুন দিই?



-না, এখন দেখবো।কম্পিউটারে ছোট্ট করে দাও(মানে ফুল স্ক্রিন না দিলেও চলবে। অন্যসময় যদিও ফুলস্ক্রিন ছাড়া দেখেনা)।



অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যার্থ হলাম। বেশি রাগালেও আবার সমস্যা। তখন চিৎকার করে বলবে, “তুই আমার ভাই নাআআআআ”।.বলেই সাড়াঘরে তান্ডব চালাবে। সুতরাং বাধ্য হয়েই দিতে হলো।



“How to Train Your Dragon” এই অসাধারণ এ্যানিমেশন মুভিটা চালিয়ে তাকে চেঁয়ারে বসালাম।বসিয়ে বললাম,



: বসে বসে দেখো। কোন কিছুতে হাত দিবেনা খবরদার।শেষ হয়ে গেলেও বন্ধ করতে হবে না, ভাইয়া নামাজ থেকে এসে বন্ধ করবো ঠিক আছে?



হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কার্টুনে মনোযোগ দিলো।



ফিরে এসে দেখি সে ভীষণ কাঁদছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, শিপন কাঁদে কেনো?



চেয়ারে বসে ঝিমাচ্ছিলো। ঝিমাতে ঝিমাতে হঠাৎ চেয়ার সহ উল্টে পরে গেছে। ব্যাথা পেয়ে বিকট চিৎকার। আম্মু দৌড়ে এসে কোলে নিলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে?

কাঁদতে কাঁদতে জবাব দিলো,



-কম্পিউটার আমাকে ধাক্কা মেরেছে :D :D



সেদিন বেলুনের জন্য লাফালাফি করছিলো। দোকানে নিয়ে পাঁচটা বেলুন কিনে দিলাম।সে সবগুলো একসাথে ফুলিয়ে সেগুলো নিয়ে খেলছে আর একটু পর পর একটা করে বেলুন ফাটাচ্ছে। সব বেলুন ফটানো শেষ।আবার এসে বেলুন কিনে দিতে বলছে। আমি বকা দিলাম,



:এইমাত্র না পাঁচটা কিনে দিলাম?পারবনা যা…ধুত্তরি!!!

গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে,



-তুই ধুত্তরি! তুই ধুত্তরি! তুই ধুত্তুরি! :D



কিছুদিন আগে গ্রামের বাড়ি গিয়ে তোলা ছবি।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

ফার্ুক পারভেজ বলেছেন: আমার এক মামাতো ভাই আছে আমি পিসির সামনে বসলেই ভাইয়া গেমস দেও বলে আর থামাথামি নাই ,
নিরুপায় হয়ে দিলে আর ছাড়ার নাম নাই। এক ঘন্টা খেলার পর যদি বলি তুমি না বলছ পাঁচ মিনিট খেলবা, সে বলবে পাঁচ মিনিট এত তাড়াতাড়ি শেষ হয় ?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

মাহ্ফুজ বলেছেন: :D :D আসলেই তো! ৫ মিনিট এতো তাড়াতাড়ি কিভাবে শেষ হয়!!

২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:
পিচ্চিপাচ্চা ভাল লাগে :#) :#)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

মাহ্ফুজ বলেছেন: হুমম... :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার ছোট বোন আমি পিসিতে বসলেই ডরেমন দেখার বায়না করে! হাউ টু ট্রেইন ইউর ড্রাগন এনিমেটেড মুভিটা দেখতে দেখতেমুখস্ত করে ফেলেছে! :D

আর হ্যাঁ আমাকে ও তার সাথে বসে দেখতে হয় :| তাই আমারো মুখস্ত হয়ে গেছে! B-)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

মাহ্ফুজ বলেছেন: :) :) :) আমারো কয়েকটা মুথস্থ ঠোটস্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.