নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, শোক দিবস পালন করে কি করব? এই শোক দিবস দিয়ে তো সেই শোকের পাথর গলবেনা :((:((

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

ভবন ধ্বসে শত শত মানুষ ধ্বংস্তুপে চাপা পরার পর,

ভিবনটির কি সমস্যা ছিল, কোথায় সমস্যা ছিল, দ্বায়ী কারা হতে পারে, তদন্ত কমিটি গঠনের নির্দেশ..ইত্যাদি ইত্যাদি যতসব তাদরকি।



নিমতলীতে আগুনে পুরে ১১৭ জন দগ্ধ হবার পর,

আগুনের সুত্রপাত কোথায়, ছরিয়ে পরার কারণ, তদন্ত কমিটি গঠনের নির্দেশ..ইত্যাদি ইত্যাদি যতসব তদারকি।



সবরকম তদারকিই হয়, কিন্তু ঘটনা ঘটার পর। কেন, ঘটার আগে কোন ব্যাবস্থা নেয়া যায় না?

বাংলাদেশে সাভারের দুর্ঘটনার মতো বড় বড় দুর্ঘটনাগুলি হচ্ছে অনেকটা cycle এর মতো।



দুর্ঘটনা->মিডিয়ায় তোলপার->ব্যপক আলোচনা->তদন্ত কমিটি গঠন->ক মাস বিরতি->দুর্ঘটনা



আজ পর্যন্ত কারো সাজা হতে দেখলামনা আর।বিরতি দিয়ে দিয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি।



৬ তলার কথা বলে ৯ তলা তুলেছিল ভবনটির মালিক, সেটা সবাই জেনেছে ভবনটি ধ্বসার পর।কেন আগে জানত না? জানত ঠিকই, জেনেও প্রসাশন চুপ ছিলো।কেন চুপ ছিল সেটা সবাই বুঝে।

আর মালিকদের দৌড়ায়ে দৌড়ায়ে সেই ভবনটি ইট দিয়ে ঢিল ছেুরে মেরে ফেলতে ইচ্ছা করছে এখন।



আসলে সব ঘটনার মুলে এই দুর্নীতি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিই এসব ঘটনার ঘটার কারণ।মামু দিয়ে দিয়ে মুখ বন্ধ করা যায় ঠিক, কিন্তু মরণ তো বন্ধ করা যায় না...।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

রাজনীতির ভাষা বলেছেন: অপার সম্ভাবনাময় শিল্প ও রমজান আলী (ছোটগল্প)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.