নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম

ঈদ মোবারক!

মাহ্ফুজ

একজন আশাবাদী মানুষ।

মাহ্ফুজ › বিস্তারিত পোস্টঃ

সাভারের সচিত্র প্রতিবেদন দেশের ভাবমুতিৃ ক্ষুন্ন করছে!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

বিজিএমই এর সভাপতি সাভারে ভবন ধ্বসের সচিত্র প্রতিবেদন প্রকাশ প্রশঙ্গে,

“কেন আমরা বার বার এসব দেখাচ্ছি? এতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হবে”।



ইচ্ছা করছে ঠাটায়ে দুটা থাপ্পর মারি ঐবেটার গালে।আহা! ভাবমুর্তি নিয়ে কি উৎকন্ঠা, কি দেশপ্রেম। জনাব আতিকুর রহমান, ঠিক বলেছেন;ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।কিন্তু সেটা সচিত্র প্রতিবেদনের জন্য নয়, আপনাদের মতো আবুলীয় দেশপ্রেমিকদের জন্য।



আশুলিয়ায় আগুন লেগে ১২৪ জন মারা গেলো, সংখ্যা এত বেশি হবার কারন; আগুন লাগার পর শ্রমিকরা সেখান থেকে বের হতে পারেনি। তাদের ভেতরে রেখে গেট তালা দেয়া হল। গাফিলতি কার? ভাবমুর্তি কারা ক্ষুন্ন করছে?



সাভারে দুজন গর্ভবতী সন্তান প্রসব করেছে। এত ঝুকি থাকা সত্বেও কেন তারা কাজ করতে আসলো?

কেন আসতে বাধ্য করা হলো?



শ্রমিকদের কাজের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, কাজে পরিবেশ দিবেন না, অথচ এসবগাফিলতির জন্য তারা মারা গেলে দেশের ভাবমুর্তি নিয়ে কথা বলবেন; শোভা পায় না আতিকুর রহমান সাহেব। নিজের চরকায় তেল দেন। নিজে ভাবমুর্তি ঠিক করেন, তারপর দেশ নিয়ে ভাববেন।



***রানা রে ভাঙ্গা রানাপ্লাজার ইট দিয়া ঢিল মাইরা; মাইরা ফেলা হোক।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাবমূর্তির দরকার আছে, তবে তার জন্য দোষীদের ছেড়ে দেওয়া যাবে না, তবে ভাবমূর্তি একবার খারাপ হলে ধ্বংস হবে গার্মেন্টস শিল্প, তাই এই ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

মাহ্ফুজ বলেছেন: ভাবমুর্তির অবস্যই চিন্তার বিষয়। একবার খারাপ হলে সেটি থেকে বের হওয়া অনেক কঠিন। কিন্তু এই ভাবমুর্তি খারাপ করার পেছনে দ্বায়ী কারা? তাদের সাজা হওয়া উচিৎ। তাদের জন্যই দেশের সার্বিক ভাবমুর্তি খারাপ হচ্ছে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

আইআইচকিবরিয়া বলেছেন: রানা রে ভাঙ্গা রানাপ্লাজার ইট দিয়া ঢিল মাইরা; মাইরা ফেলা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.