![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবার। ১টা বেজে গেছে। তাড়াহুড়ো করে পাজামা-পান্জাবি পড়ে বের হলাম। বাইরে গিয়েই দেখি টুপি টাপি পড়া অনেক লোকজন রাস্তায় দাড়নো। ভাবলাম আশে পাশে হয়তো কেউ মারা গেছে তাই জানাজার জন্য অপেক্ষা করছে। ভেবে হাটা শুরু করলাম। সামনে গিয়ে দেখি একটা গাড়ি স্লো মোশনে আসছে আর দু-পাশের লোকজন গালভরা হাসি নিয়ে জানালা দিয়ে সালাম ঠুকছে।
বুঝলাম কোন নেতা ফেতা এসেছে। অবাক হলাম মানুষগুলোকে দেখে নামাজের সময় এসব কি করছে। নেতাও বুঝি আর আসার টাইম পেলনা। বাসায় আসার পর আব্বুকে জিজ্ঞাস করলাম কে এসেছিল। বলল এলাকার এক কর্মীর বাসায় তার নেতা এসেছে। আব্বুকেও নাকি যেতে বলেছিল। আপনাদের নেতা আপনারা থাকেন, নামাজের দেরী হয়ে যাবে বলে আব্বু চলে গিয়েছিল।
এই হল আমাদের দেশের ভক্ত-সমর্থক গোষ্ঠী। এত ক্ষ্যাত কেন বুঝিনা? নাই কাজ তো খই ভাজ টাইপ। নামাজের ১৫ মিনিট বাকি, তারা অপেক্ষা করছে নেতা আসলে ওয়েলকাম করবে।
এই ক্ষ্যাতগুলার জন্যই আরেফিন রুমির মত একটা কাউয়া সেলিব্রেটি হয়। তাঁর তৃতীয় বিয়ের খবর মিডিয়াতে আসায় পর যে একখান ভিডিও আপলোড করলো আরেফিন রুমি। মাশাল্লাহ্, সেটা দেখে আমি মাননীয় স্পীকার হয়ে গেলাম। whatever it is…whatever it is…whatever it is…
এই ক্ষ্যাতগুলার জন্যই মেহজাবিনের মত atttogula pocha চান্স পায়। লাল দুটা গাল ছাড়া আর কি আছে মেয়েটার? অথচ তার ফলোয়ার নব্বই হাজার ছুই ছুই।
পাব্লিক এত টাইম পায় কই বুঝিনা। যেটাই দেখে হা করে তাকিয়ে থাকে। সেটা রাস্তার মাঝখানে গর্ত খোড়া হোক, ভুয়া ক্যানভেসার হোক, হাত-পা হীন অস্বাভাবিক অঙ্গের ভিক্ষুক হোক, pocha সেলিব্রেটি হোক, আতি-পাতি নেতা হোক...সবাই শুধু হা করে তাকিয়ে থাকে।
এক অদ্ভুত জাতি!
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১১
মাহ্ফুজ বলেছেন: সম্ভবত।
এখন বেশিরভাগ পোস্টই রাজনৈতিক। সবাই সমালোচক। "লেখক" খুব কম..।
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯
বটের ফল বলেছেন: ভাইরে , আসেন কোলাকুলি করি। আপনের সাথে নিজের মনের রাগও মিটালাম। একই মানসিকতার একজনকে পেয়ে ভালো লাগলো।
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৪
মাহ্ফুজ বলেছেন: আসেন ভাই আসেন..ঈদ মোবারক..
থ্যাংক ইউ
৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
নিষ্কর্মা বলেছেন: এত্তোগুলা পচা! আমি তো মাননীয় স্পিকার হয়ে গেলাম
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
মাহ্ফুজ বলেছেন: ভুল লিখসেন, হবে atttogula pocha
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৮
দুরন্ত-পথিক বলেছেন: ভাল লাগল,এ এক অদ্ভুত জাতি।
আপনার সাথে সহমত।
১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৭
মাহ্ফুজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"পাব্লিক এত টাইম পায় কই বুঝিনা। যেটাই দেখে হা করে তাকিয়ে থাকে। সেটা রাস্তার মাঝখানে গর্ত খোড়া হোক, ভুয়া ক্যানভেসার হোক, হাত-পা হীন অস্বাভাবিক অঙ্গের ভিক্ষুক হোক, pocha সেলিব্রেটি হোক, আতি-পাতি নেতা হোক...সবাই শুধু হা করে তাকিয়ে থাকে।
এক অদ্ভুত জাতি! "
গুড অবজার্ভেশান। বহুদিন পর ব্লগে এলাম। এখনতো দেখি কোন পোষ্টেই কোন মন্তব্য পড়েনা। ব্যাপারটা কি? সবাই আরিল্ডের ওপর রাগ করলো?