![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর একটা পোস্ট দিচ্ছি। দেখেন তো কেমন লাগে।
এবার আপনার মাথাকে বানিয়ে ফেলুন ইঁদুর (মাউস) । দেখেন তো কত জোরে দৌড়াতে পারে আপনার মাথা মাউস।
২০১২ সালের নভেম্বর মাসে রিলিজ হওয়া একটা মজার সফটওয়্যার ক্যামেরা মাউস নামের সফটও্য়্যার নিয়ে পোস্ট।
তাহলে এবার মুল কাজে চলে আসি। দেখি কি করে এই সফটওয়্যারটা কাজ করে।
>>> এই সফটওয়্যারটি চালানোর জন্য ওয়েব ক্যাম লাগবে । ল্যাপটপ হলে খুব ভালো হয়।
>>> প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন । তারপর নিজের ছবি দেখতে পাবেন । যেখান থেকে আপনাকে মাউস পয়েন্টার এর জন্য আপনার মুখের কোন অংশকে সিলেক্ট করার জন্য বলবে। নিচের ছবিটি দেখেন তাইলে বুঝবেন
আরো একটা ছবি দেখেন যেখানে মাউস হিসেবে আমার নাক সিলেক্ট করা হয়েছে।
>>> এবার settings এ ক্লিক করে বিভিন্ন সেটিংস পরিবর্তন করি।
>>> automatic click এর জন্য নিচের ছবিটা লক্ষ্য করুন
যেখানে click থেকে আপনি automatic click এর time change করতে পারবেন। তাছাড়াও ক্লিক এর সময় সাউন্ড সেট করতে পারবেন।
>>> এবার এই সেটিংস এর সাহায্যে মাউস পয়েন্টার এর area select করতে পারবেন।
>>> এবার এই ক্যামেরা মাউসটা ব্যবহার এর জন্য কন্ট্রোল কি গুলো জেনে নিই কি বলেন
Control key : ctrl , f9
যাই হোক অনেক কথা হল। সফটওয়্যারটা ইউজ করে দেখেন মজা পাবেন আশা করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মাহীন jm বলেছেন: হ্যা ভাই ভালোই কাজ করে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আতিকুল০৭৮৪ বলেছেন: valoi to kaj kore,,awesome..plus