| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর একটা পোস্ট দিচ্ছি। দেখেন তো কেমন লাগে।
এবার আপনার মাথাকে বানিয়ে ফেলুন ইঁদুর (মাউস) । ![]()
দেখেন তো কত জোরে দৌড়াতে পারে আপনার মাথা মাউস। ![]()
![]()
![]()
২০১২ সালের নভেম্বর মাসে রিলিজ হওয়া একটা মজার সফটওয়্যার ক্যামেরা মাউস নামের সফটও্য়্যার নিয়ে পোস্ট।
তাহলে এবার মুল কাজে চলে আসি। দেখি কি করে এই সফটওয়্যারটা কাজ করে।
>>> এই সফটওয়্যারটি চালানোর জন্য ওয়েব ক্যাম লাগবে । ল্যাপটপ হলে খুব ভালো হয়।
>>> প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন । তারপর নিজের ছবি দেখতে পাবেন । যেখান থেকে আপনাকে মাউস পয়েন্টার এর জন্য আপনার মুখের কোন অংশকে সিলেক্ট করার জন্য বলবে। নিচের ছবিটি দেখেন তাইলে বুঝবেন![]()
আরো একটা ছবি দেখেন যেখানে মাউস হিসেবে আমার নাক ![]()
সিলেক্ট করা হয়েছে।![]()
>>> এবার settings এ ক্লিক করে বিভিন্ন সেটিংস পরিবর্তন করি।
>>> automatic click এর জন্য নিচের ছবিটা লক্ষ্য করুন ![]()
যেখানে click থেকে আপনি automatic click এর time change করতে পারবেন। তাছাড়াও ক্লিক এর সময় সাউন্ড সেট করতে পারবেন।
>>> এবার এই সেটিংস এর সাহায্যে মাউস পয়েন্টার এর area select করতে পারবেন। ![]()
>>> এবার এই ক্যামেরা মাউসটা ব্যবহার এর জন্য কন্ট্রোল কি গুলো জেনে নিই কি বলেন ![]()
Control key : ctrl , f9
যাই হোক অনেক কথা হল। সফটওয়্যারটা ইউজ করে দেখেন মজা পাবেন আশা করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মাহীন jm বলেছেন: হ্যা ভাই ভালোই কাজ করে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আতিকুল০৭৮৪ বলেছেন: valoi to kaj kore,,awesome..plus