![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
৮৫৯ সালে ফাতেমা আল-ফাহরি কর্তৃক প্রতিষ্ঠিত, মরোক্কোর ফেজে অবস্থিত Al Quaraouiyine বিশ্ববিদ্যালয়, ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের প্রাচীনতম, এবং বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীকালে ঐতিহাসিক মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় আধ্যাত্মিক এবং শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়টি।
https://en.wikipedia.org/wiki/University_of_Al_Quaraouiyine
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪
নতুন নকিব বলেছেন:
জানা ছিল না। মুসলিম ঐতিহ্য স্মরন করিয়ে দেয়ায় ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০
প্রািন্ত বলেছেন: বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় ভারতের দক্ষশীলা বিশ্ববিদ্যালয়।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩
মাহিরাহি বলেছেন: ওটি বিলুপ্ত হয়েছে।
Other historical and archaeological sites like ancient India’s Taxila and Nalanda universities may date back further, and ancient Sumerian societies first began incorporating scribal schools (Eduba) just after 3500BC, but Al-Karaouine proudly holds the world record as it has continually offered education since its founding. It is also the first degree-granting educational institution in the world.
http://www.bbc.com/travel/gallery/20180318-the-worlds-oldest-centre-of-learning
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
খাটি ইসলামে স্কুল-মাদ্রাসার কোন স্থান নেই। বিশ্ববিদ্যলয় তো আরো পরের ব্যাপার।
আলকায়দা-আইএস,বোকোহারাম, এবং সৌদি পন্থি ওহাবিরা , সালাফি-ওহাবী মতাবলম্বিরা প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাকেও হারাম মনে করে।
তাদের ধারনা যেহেতু হজরত মোহাম্মদের (স) সময়কালে এবং পরবর্তিতে ৪ খলিফার শেষ আমল পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা বা গড়ে উঠেনি। তাই খাটি ইসলাম (ওহাবী-সালাফি) মতাবলম্বীরা মাদ্রাসা সহ যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানককে হারাম মনে করে।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওয়াও ! ধন্যবাদ শেয়ারের জন্য।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খাইছে ! এটা দেখি এখনো রানিং !
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫
মাহিরাহি বলেছেন: এখনও টিকে আছে।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মরক্কোর ফেজে অবস্থিত আল কারাওইন বিশ্ববিদ্যালয় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO)-এর ঘোষণা মতে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫
মাহিরাহি বলেছেন: ঠিক তাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
নতুন নকিব বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন: খাটি ইসলামে স্কুল-মাদ্রাসার কোন স্থান নেই। বিশ্ববিদ্যলয় তো আরো পরের ব্যাপার।
আলকায়দা-আইএস,বোকোহারাম, এবং সৌদি পন্থি ওহাবিরা , সালাফি-ওহাবী মতাবলম্বিরা প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাকেও হারাম মনে করে।
তাদের ধারনা যেহেতু হজরত মোহাম্মদের (স) সময়কালে এবং পরবর্তিতে ৪ খলিফার শেষ আমল পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা বা গড়ে উঠেনি। তাই খাটি ইসলাম (ওহাবী-সালাফি) মতাবলম্বীরা মাদ্রাসা সহ যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানককে হারাম মনে করে।
@হাসান কালবৈশাখী,
কিছু যদি মনে না করেন, কয়েকটি কথা না বলে পারছি না। আশা করি, আপনি ভাল আছেন।
১. খাঁটি ইসলাম বলতে আপনি কী বুঝাতে চান? আপনার অবগতির জন্য জানাচ্ছি, আল কায়েদা, আইএস, বোকো হারাম, কিংবা ওহাবি, সালাফি এইসব ইসলামের কোনো নিদর্শন বহন করে না। এদের অধিকাংশ বিভ্রান্ত এবং বিপথগামী। এইসব কোনো কিছুকে হালাল বা হারাম মনে করলেই সেটা ইসলামের বিধান হয়ে যাবে না। ইসলামের সূচনা হয়েছে, 'ইক্করা' তথা, 'পড়ুন' কথাটি দিয়ে।
২. হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এবং পরবর্তিতে ৪ খলিফার শেষ আমল পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা বা গড়ে উঠেনি- এই কথাটি কোথায় পেলেন, ভাই? মসজিদে নববী কেন্দ্র্রিক যে বিশ্ববিদ্যালয়ের সূচনা স্বয়ং আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, হাজারো লাখো সাহাবী যেখান থেকে জ্ঞান পিপাসা মিটিয়ে আলোকিত মানুষ হলেন, জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হল যাদের পরশে। তা কি অস্বীকার করা যাবে?
ভাল থাকবেন।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর এটার ওয়েব সাইট দেখি আরবীতে !
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০
মাহিরাহি বলেছেন: নিচের সাইটে কিছু তথ্য আছে।
http://www.fez-guide.com/Listing/the-karaouine-mosque/
১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: প্রথম বিশ্ববিদ্যালয় ভারতের বিহারে (৫০০ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠিত 'নালান্দা বিশ্ববিদ্যায়।
৯৭২ খ্রিস্টাব্দে মিসরের কায়রোতে স্থাপিত 'আল-আজহার বিশ্ববিদ্যালয়'কেও বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়।
চীনাদের দাবি হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো চীনের সাংহাই হায়ার স্কুল।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১
মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/University
The University of Al Quaraouiyine, founded in Morocco by Fatima al-Fihri in 859, is considered by some to be the oldest degree-granting university.
১১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
ইমরান আশফাক বলেছেন: @নতুন নকিব, আপনার মন্তব্যের সাথে একমত।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়ায়!
তবে কারো কারো গাত্রদাহ দেখে বেশ মজা লাগছে
পোষ্টে +++
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
মাহিরাহি বলেছেন: খুবই দু্:খজনক, ইসলাম বা মুসলমান এদের কাছে অসহনীয়।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ। জানা ছিল না।
মুসলিম একটি প্রতিষ্ঠান এরকম গৌরবময় রেকর্ডের অধিকারী হওয়ার বিষয়টিতে অনেকেই দেখছি বিরক্ত হয়েছেন।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
মাহিরাহি বলেছেন: খুবই দু্:খজনক
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
আরইউ বলেছেন: আপনার তথ্য সঠিক নয়। ৮৫৯ সালে প্রতিষ্ঠিত হলেও এটি বিশ্ববিদ্যালয় হয়েছে ১৯৬৫ সালে।
০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
মাহিরাহি বলেছেন: ইউনেস্কো ভুল বলছে।
০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মাহিরাহি বলেছেন: লেখক বলেছেন: https://en.wikipedia.org/wiki/University
The University of Al Quaraouiyine, founded in Morocco by Fatima al-Fihri in 859, is considered by some to be the oldest degree-granting university.
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আবু আফিয়া বলেছেন: জেনে ভাল লাগল
০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২
মাহিরাহি বলেছেন: http://www.bbc.com/travel/gallery/20180318-the-worlds-oldest-centre-of-learning