![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
র্যাঙ্কিং এর ক্ষেত্রে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য পয়েন্ট থাকলে বাংলাদেশের অন্ত্যত একটি বিশ্ববিদ্যালয় দশের ঘরে থাকত।
১ সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় (NUS)
২ সিংহুয়া বিশ্ববিদ্যালয় লোগসিংহুয়া বিশ্ববিদ্যালয়
৩ নানিয়াং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর
৪ হংকং বিশ্ববিদ্যালয় লোগো হংকং বিশ্ববিদ্যালয়
৫ ঝিজিয়াং বিশ্ববিদ্যালয় লোগো চেজিয়াং বিশ্ববিদ্যালয়
৬ ফুদান বিশ্ববিদ্যালয় লোগোফুডান বিশ্ববিদ্যালয়
৭ পিকিং বিশ্ববিদ্যালয় লোগোপেকিং বিশ্ববিদ্যালয়
৮ হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯ ইউনিভার্সিটি মালায়া (ইউএম) মালয়েশিয়া
১০ সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়
28 ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া
34 ইউনিভার্সিটি সাইনস মালয়েশিয়া (ইউএসএম)
35 ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
39 ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া
70 ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) মালয়েশিয়া
37 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই
47 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি
50 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ
56 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স
58 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি-কেজিপি)
71 দিল্লি ইউনিভার্সিটি লোগো ইউনিভার্সিটি দিল্লির
72 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর (আইআইটিকে)
57 গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয় ইন্দোনেশিয়া
59 ইউনিভার্সিটি ইন্দোনেশিয়া
62 বান্দুং ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইটিবি) ইন্দোনেশিয়া
75 ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম
76 ইসলামাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (নুস্ট) ইসলামাবাদ পাকিস্তান
106 কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় পাকিস্তান
121 লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস
134 ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়
199 বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সমস্যা আকাশ পরিমাণ, কিন্তু আপনার মতো মানুষ এগুলো নিয়ে কথা বললে ভালো লাগে না; কারণ, আপনারা খুশী যে দেশ খারাপ অবস্হায় আছে।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০
ঢাবিয়ান বলেছেন: শিক্ষা ব্যবস্থা ধংস করার যে কার্যক্রম চলছে , তাতে যে দেশের দুইটা ভার্সিটি দুইশ এর মধ্যে যে স্থান পেয়েছে এই বেশি ।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০
মাহিরাহি বলেছেন: ঢাবিয়ান হিসাবে আপনার কষ্ট পাওয়ার কথা।
রাজনৈতিক অতিসচেতনতা বা অতি সক্রিয়তা আমাদের বারটা বাজিয়ে দিয়েছে।
আমি আশাবাদি, মানুয কাজকর্মে যত ব্যস্ত হয়ে পড়বে, রাজনৈতিক বিষয়গুলোের প্রতি আমাদের আগ্রহ ততই কমতে থাকবে।
সাইনেও ব্লগারদের সামাজিক কিংবা অর্থনৈতিক বিষয়াবলীর চাইতে রাজনৈতিক বিষয়গুলোের প্রতি অধিকাংশের অতি আগ্রহ পরিলক্ষিত হয়।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
র্যাংকিং দিয়ে কি করবেন, আপনারা তো ইউনিভার্সিটিগুলোকে মক্তবে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: ছিংহুয়া দ্বিতীয় , স্যালিউট ।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪
ঢাবিয়ান বলেছেন: আমার বেশকিছু ব্যাচমেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একাডেমিক বিষয় নিয়ে তাদের কখনো পোস্ট দিতে দেখি না। তাদের অধিকাংশ পোস্টই সরকারের গুনগান গেয়ে। আজকে তাদের সবার পোস্টের বিষয়বস্তু হচ্ছে পদ্মা সেতু!!!! এরা ক্লাসে কি পড়ায় , ছাত্রদের কি নৈতিক মূল্যবোধ শেখায় তাতো তাদের ফেসবুক স্ট্যটাস দেখলেই বোঝা যায়। আমরা যখন ছাত্র ছিলাম , সেই সময়েও নীল সাদা বিভক্তি ছিল কিন্ত কোনদিনও কোন স্যারকে রাজনীতি নিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে শুনি নাই। তখনকার শিক্ষকদের কথা মনে হলেও শ্রদ্ধায় মাথা নুয়ে যায় আর এখনকার স্যারদের কাজ কারবার দেখলেও মাথা নুয়ে যায় তবে সেটা লজ্জায়
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১
মাহিরাহি বলেছেন: লাল দল, নীল দলের মত শিক্ষকের দলাদলি পৃথিবীতে খুব কম দেশেই আছে বলে আমার মনে হয়।
লাল দল, নীল দল কি এখনো বিদ্যমান?
৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই র্যাঙ্কিং আমি প্রত্যাখ্যান করিলাম। ষড়যন্ত্র করে বাংলাদশের বিশ্ববিদ্যালয়কে টপ টেনের বাইরে রাখা হয়েছে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩
মাহিরাহি বলেছেন: ষড়যন্ত্রকারীদের আস্তানা ভেংগে দাও গুড়িয়ে দাও (শ্লোগানে মুখরিত ক্যাম্পাস)
বাই দ্যা ওয়ে ষড়যন্ত্রকারীরা কারা?
৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
মদীনা সনদ নিয়ে পিএইচডি করার জন্য দিলে কেমন হয়, র্যাংকিং'এ ভালো করা যাবে?
৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭
রোকনুজ্জামান খান বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করা হলে, আঃ লীঃ এর সভা,মিছিল এবং সেমিনারে ইন্ডিয়া থেকে লোক ভাড়া করে এনে জনবল দেখাতে হবে। প্রতিটি দেশ প্রধানরা ছাত্রদের রাজনৌতিক ছত্রছায়ায় এনে হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৭
মাহিরাহি বলেছেন: প্রতিটি দেশ প্রধান!
১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৫
১১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩
মাহিরাহি বলেছেন: QS world university rankings 2021
ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়টি ১৭২ নাম্বারে
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই
পাকিস্তানের প্রথম বিশ্ববিদ্যালয়টি ৩৫৫ নাম্বারে
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নস্ট) ইসলামাবাদ
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়টি ৮০১ থেকে ১০০০ নাম্বারের মধ্যে
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোগোবাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়টি ৫৯ নাম্বারে
ইউনিভার্সিটি মালায়া (ইউএম)
সৌদি আরবের প্রথম বিশ্ববিদ্যালয়টি ১৪৩ নাম্বারে
কিং আব্দুলাজিজ বিশ্ববিদ্যালয় (কেএইউ)
১২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪
রানার ব্লগ বলেছেন: ইউনিভার্সিটি গুলর দিকে ভালো করে তাকান , তারপরে ভাবুন আসলেই কি এদের কোন র্যাংকে আসা উচিত।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ হিসেবে আমরা ভালো আছি। অন্য অনেক দেশ থেকে আমরা ভালো আছি।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২০
নেওয়াজ আলি বলেছেন: গভীর ষড়যন্ত্র হয়েছে। আগামী কাল প্রতিবাদ সভা । প্রধান অতিথি চা. মিয়া।
১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯
মাহিরাহি বলেছেন: চা. মিয়া!
১৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
জিকোব্লগ বলেছেন:
চাঁদগাজীর নাই কোনো ভার্সিটির ডিগ্রি, না দেখেছে কোনো
ভার্সিটির মুখ অথচ এসেছে ইসলাম বিদ্বেষী হয়ে ভার্সিটির
সমালোচনা করতে। সে পারে একটায় , মুক্তিযুদ্ধার জাল
সার্টিফিকেট নিয়ে আমেরিকায় বসে মুক্তিযোদ্ধার ভাতা
খেতে, আর ব্লগে অখ্যাত, পায়খানা মন্তব্য করতে ।
১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৬
বিজন রয় বলেছেন: করুন অবস্থা।
এখন ১৩৪ আর কিছু বছর পর কোন লিস্টেই পাওয়া যাবে কিনা সন্দেহ হয়।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৮
মাহিরাহি বলেছেন: QS Asia University Rankings 2021