![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
তুর্কি সুলতান ব্যক্তিগতভাবে 10,000 ডলার প্রদানের ঘোষণা দেন। কিন্তু রানী ভিক্টোরিয়া তা জানতে পেরে ক্ষুব্দ হন, রানী কেবলমাত্র ₤ 2,000 ত্রান সাহায্য প্রদান করায়, সুলতান 10,000 ডলার প্রদান করলে সেটি রানীর জন্য অপমানজনক হত। তাই কনস্টান্টিনোপলের ব্রিটিশ রাষ্ট্রদূত সুলতানকে ₤1,000 প্রদানের পরামর্শ দেন। কিন্তু সুলতান আবদুল মজিদ (১) থেমে যাননি, গোপনে ১৮৪৭ সালের মে মাসে খাবার বোঝাই পাঁচটি জাহাজ পাঠান আয়ারল্যান্ডের দ্রোগেদা শহরে। যদিও অভিযোগ ছিল, ব্রিটিশ প্রশাসন জাহাজগুলিকে আটকে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। আয়ারল্যান্ডের এই মহাদুর্ভিক্ষে ১০ লক্ষ লোকের প্রানহানি ঘটে, ১০ লক্ষ অনত্র্য গমন করেন।
আইরিশ দুর্ভিক্ষে তুর্কি সাহায্য
কৃতজ্ঞতার ফলক
দ্রোগেদা শহরে, 1995 সালে একটি ফলক উন্মোচন করা হয়। শিলালিপিটিতে লেখা আছে, "আয়ারল্যান্ডের মানুষের প্রতি তুরস্কের মানুষের উদারতার স্মরণ এবং স্বীকৃতি হিসাবে।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮
মাহিরাহি বলেছেন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পূর্ব পুরুষ তুর্কি ছিলেন, তিনি আলী কামালের প্রপৌত্র
২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
তুরস্ক এখনও এভাবে উপকার করে যাচ্ছে নানান দেশের। যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর তাদের মন।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। এমনটাই হওয়া উচিত।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তারা কি কাজ করতো যে ব্যক্তিগত এতো আয় ছিল।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪১
রাসেল বলেছেন: Mr Nur Isla0604, why there was happen this disaster in Ireland. Some people they have only logic but not others.
৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩০
স্থিতধী বলেছেন: আইরিশরা কৃতজ্ঞ জাতি, সেই সাথে তাঁরা অনেকেই প্রতিবাদী ও কর্মঠ ও । ইতিহাসে নানা রকমের বৈরিতার শিকার হয়েছিলো তারা। সেসব কিছু প্রতিহত করেছে ওই গুনগুলো দিয়েই। সব জাতির মাঝে এ গুনগুলো থাকেনা, তবে এ গুনগুলো থাকা উচিৎ।
১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
মাহিরাহি বলেছেন: ইংল্যান্ড থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৮
মেহবুবা বলেছেন: তুরস্ক এবং মালয়েশিয়া আমার পছন্দের দুই দেশ।
বরিস জনসনের পূর্বপুরুষের বিষয়টি জানতাম না এমনকি কল্পনাও করিনি ।
ধন্যবাদ ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৩
স্থিতধী বলেছেন: ইংল্যান্ড থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে।
রিপাবলিক আয়ারল্যান্ড ১৯৪৯ এই ইংল্যান্ড থেকে সম্পূর্ণ স্বাধীন হবার কাজ সম্পন্ন করেছে। শুধু নর্দার্ন আয়ারল্যান্ড এখনো যুক্তরাজ্যের অঙ্গ ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭
বিজন রয় বলেছেন: ভাল কাজ করেছিলেন বিপদগ্রস্থ মানুষদের সাহায্য করে।