নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশিরা তাদের ধর্মকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়, বিশ্বে আমরা এক নাম্বার

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩


২০০৯ সালে গ্লোবাল গ্যালাপ পোলের গবেষণায় ১০০ পয়েন্ট নিয়ে।বাংলাদেশ রয়েছে।প্রথম স্থানে। আফগানিস্তান চতুর্থ স্থানে। পাকিস্থান অস্টম স্থান আর ভারত দশম স্থানে। সিংগাপুর, যুক্তরাষ্ট্র ৩০ এর কাছাকাছি।
Importance of religion by country

কিছু মানুষের উন্নতির চাকাতলে পিষে মরছে সিংহভাহ খেটে খাওয়া মানুষেরা (গার্মেন্টসের মেয়েরা এর সবচেয়ে বড় উদাহরন)। চার থেকে পাচ কোটি মানুষের ঘরে শুধুমাত্র কয়েকদিনের খাবার মজুদ আছে, উপার্জন না করলে, না খেয়ে দিন গুজারন করতে হবে। একটি বড় অংশের সরকারি আমলা কর্মচারিদের যোগসাজশে চলেছে দেশকে ছিলে ছোবড়ে খাওয়ার মহা উৎসব। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রাজনীতিবিদরা নয়, বিদেশে বেশি অর্থপাচার করেন সরকারি কর্মচারীরা। এদের অনেকেই আবার সংস্কৃতিমনা, বাংলাদেশকে সেক্যুলার বানাতে বেশি উতসাহী, তাদের সাথে সুর মেলান কিছু রাজনীতিবিদও।
রবীন্দ্র সংগীত শোনা শিক্ষিতরাই সবচাইতে বেশি দূর্নীতি আর অপকর্ম করে। মাশরাফি বিন মর্তুজার মতে, বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত। সমাজের তৃণমূল পর্যায়ে যারা নিরলসভাবে কাজ করছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক এবং ধার্মিকও। উপরের পরিসংখ্যানও তাই বলে। এই সিংহভাগ ধার্মিক মানুষদের দেশটাকে সেক্যুলার বানালে কাদের লাভ।



নিচের কিছু তথ্য প্রমান করে, সেক্যুলার হওয়াটা মানেই উন্নত হওয়া বা মানবিক হওয়া নয়।

আফ্রিকার ২১টি দেশ সেক্যুলার। (বুরুন্ডি , বেনিন, ইথোপিয়া, সোমালিয়া, চাদ, মালি...)
আমেরিকার ১৪ টি দেশ (হন্ডুরাস, চিলি, মেক্সিকো, কিউবা, এল সালভাদর.....) এশিয়ায় ২০টি দেশ (উত্তর কোরিয়া, কিরঘিস্তান, নেপাল, লাওস, ভারত, জাপান, দক্ষিন কোরিয়া, মন্গোলিয়া.........)
ইউরোপের সবচাইতে গরীব দেশটির একটি আলবেনিয়া সেক্যুলার। এরা সবাই অফিসিয়ালী সেক্যুলার। উইকির মতে সেক্যুলার দেশগুলি ধর্মীয় ব্যপারে সবচাইতে বেশি অত্যাচারী হয়ে উঠতে পারে। যেখানে ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার সুযোগ থাকে বেশি। এবং ধর্মের জায়গাটি নিয়ে নিতে পারে নাস্তিকতা।
Secular states run the risk of prefering nonreligion over religion or of establishing a religion of secularism
রাষ্ট্রের ধর্মের প্রতি বিরূপ কিংবা উগ্র আচরন স্পেন এবং মেক্সিকোতে গৃহযুদ্ধের সূচনা করেছিল।
কমিউনিস্ট দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছিল এসব সেক্যুলার শাসকদের হাতে আর ধংস হয়েছিল প্রায় সব ধর্মীয় প্রতিষ্ঠান। সবগুলো দেশেই অর্থনীতির বারটা বেজে গিয়েছিল (সোভিয়েত রাশিয়া, উত্তর কোরিয়া, মংগোলিয়া, আফগানিস্তান, কম্বোডিয়া)।

সেক্যুলারিজমের চ্যাম্পিয়ন ফ্রান্সের অনেক সরকারী ছুটি পালন করা হয় ধর্মীয় উতসবগুলোকে মাথায় রেখে, ক্যাথলিক স্কুলের শিক্ষকেরা বেতন পান রাষ্ট্র থেকে। আমি জানি না বাংলাদেশে রাষ্ট্র পরিচালিত মাদ্রাসা কয়টি আছে।

আমেরিকায় মুদ্রায় লেখা থাকে In God We Trust", যা কিনা যুক্তরাষ্টের অফিশিয়াল মোটো বা নীতিবাক্য। সংসদের শপথ নেয়া হয় হাতে বাইবেল রেখে।

ওমাবার পরিবারকে হাত জোড় করে আমেরিকার জনগনকে বোঝাতে হয়েছে যে ওমাবা কখনো মুলসমান ছিলেন না, কেননা বিরোধী পদপ্রাথ্রী সদম্ভে বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ড কেবল একজন খ্রিষ্টানই হতে পারবেন।

খ্রিস্টান রাষ্ট্র

খ্রিস্টান রাষ্ট্র হ'ল এমন একটি দেশ যা খ্রিস্টধর্মকে সরকারী ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় [

আর্মেনিয়া, আকসুম, জর্জিয়া, আর্জেন্টিনা, কোস্টা রিকা, ডেনমার্ক ( গ্রিনল্যান্ড সহ), ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদোর, ইংল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জ, জর্জিয়া, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, লিচটেনস্টাইন, মাল্টা, মোনাকো, নরওয়ে সামোয়া, টঙ্গা, টুভালু, ভ্যাটিকান সিটি, এবং জাম্বিয়া।

Christian state
ইংল্যান্ডের ২কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের (হাউস অব লর্ডের) ২৬ জন সংসদ সদস্য আসেন চার্চ থেকে। এই ২৬ জন বিশপের আসন সংরক্ষিত। একবার ভাবুন ত বাংলাদেশের কথা আলেমদের জন্য সংসদে ২০টি আসন যদি সংরক্ষন করা হয়, কি রকম হৈ চৈ পড়ে যাবে।

শ্রীলংকা (Theravada Buddhism - The constitution accords Buddhism the "foremost place," but Buddhism is not recognized as the state religion.

থাইল্যান্ড (Theravada Buddhism)


এরপরও সেক্যুলার হওয়া নিয়ে যাদের মাথা ব্যাথা বেশি, তারা দেশের সিংহভাগ খেটে খাওয়া মানুষের কষ্টে যে একটুও ব্যাথিত হয় না, সেটি আর অপ্রমানিত নয়।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশীরা ইসলামের ক্ষেত্রে ১০০ ভাগ করছে, আল্লাহ উনার কাজ করছেন না কেন? আমাদের সব লোকজন তো বেহেশতের মতো থাকার কথা!

২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ হয়তো আরো কঠিন পরীক্ষা করছেন?

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



ঘুষ, মিথ্যা, চুরি কি ধর্মের অংশ? এগুলোকে নিয়ে শতকরা ১০০ ভাগ পালন? ইসলাম বেশ উপকারী ধর্ম!

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশীরা ধর্ম জানে। কিন্তু মানে না।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সৌদিতে কত % মুসলমান।

১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪

মাহিরাহি বলেছেন: নেট অনুযায়ী 93%

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২২

রাােসল বলেছেন: We dont follow Islam but by name muslim. Stupid people take this weakness to criticize Islam though they (stupid) know the fact.

১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

মাহিরাহি বলেছেন: সঠিকভাবে মানলে আমরা অন্য স্থানে থাকতাম।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪০

এমেরিকা বলেছেন: অর্বাচীন বৃদ্ধের ধারণা, মানুষ আল্লাহকে ডাকলেই আল্লাহ্‌ হাতে নাতে পুরষ্কার ধরিয়ে দেবে। উনার চুল বাতাসে পেকেছে বলেই উনি হয়তো জানেন না, আল্লাহ্‌ যাদেরকে বেশি পছন্দ করেন, তাদেরকেই বেশি বেশি দুঃখ কষ্টের মধ্যে রাখেন।

ইংল্যান্ডের বিশপেরা কথায় কথায় সরকারকে হুমকি ধামকি দেয়না - তাই তাদেরকে পার্লামেন্টে স্থান দেওয়া হয়েছে। বাংলাদেশের আলেমেরা নিজ যোগ্যতায় পার্লামেন্টে স্থান না পেয়ে এখন মাঠ ঘাট গরম করে রাখে। তবে আমি মোটামুটি নিশ্চিত মামুনুল হককে পার্লামেন্টে বসতে দিলে তিনিও বঙ্গবন্ধুর মূর্তি বানাতে কোন আপত্তি করবেন না।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২

মুজিব রহমান বলেছেন: রবীন্দ্র সংগীত শোনা ব্যক্তিরাই সবচেয়ে বেশি দুর্নীতি-অপকর্ম করে না। এমনসব ভুয়া তথ্য দিবেন না। দেশে যারা চাকরি করে তাদের বড় অংশই ধর্মান্ধ-মৌলবাদী। অফিসগুলোতে তারাই বেশি দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত। প্রতিটি অফিসেই নামাজের স্থান রয়েছে, থাকাগুলোতে মসজিদ রয়েছে। আজান দিলে সবাই নামাজের জন্য অস্থির হয়ে যায়। এরা কেউই রবীন্দ্র সংগীত শুনে না। শিক্ষার মানহীনতার কারণেই মানুষ শিক্ষার মর্যাদা রাখতে পারে না।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: আমরা ভালো মন্দ অনেক কিছুতে এক নাম্বার

১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

মাহিরাহি বলেছেন: দেশের বেশিরভাগ অপকর্ম করে শিক্ষিত মানুষেরা, যাদের বড় একটা অংশই ধর্মের ব্যপারে উদাসীন থাকে।

একজন রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ কিংবা চাষীর সুযোগ হয়না ঘুষ খাওয়া কিংবা টাকা পাচারের, এবং এই সিংহভাগ মানুষেরা জীবনে ধর্মকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়।

মজার ব্যপার অপকর্মকারী শিক্ষিত মানুষেরাই আবার, সিংহভাগ মানুষেরা মূর্খ বিধায় ধর্মকর্ম পালন করে বলে বিদ্রুপ মেতে উঠে।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

নতুন বলেছেন: ২০০৯ সালে গ্লোবাল গ্যালাপ পোলের গবেষণায় ১০০ পয়েন্ট নিয়ে।বাংলাদেশ রয়েছে।প্রথম স্থানে। আফগানিস্তান চতুর্থ স্থানে। পাকিস্থান অস্টম স্থান আর ভারত দশম স্থানে। সিংগাপুর, যুক্তরাষ্ট্র ৩০ এর কাছাকাছি।
Importance of religion by country


আমাদের দেশের মানুষ বলেছে তারা ধর্মকে অনেক গুরুত্ব দেয় । সেটা বর্তমানে ভাস্কর্য নিয়ে বিতর্কে বোঝা যাচ্ছে, রাসুল সা: এর ব্যাঙ্গচিত্রর প্রতিবাদে বোঝা যাচ্ছে।

কিন্তু দেশের দূনিতি, ঘুষ,সুদ,মাদক,নারী নিযাতন,ধর্ষন,পতিতাবৃত্তি, খাবারে ভ্যজাল, রাজনিতিক ক্ষমতার অপব্যবহার, এই রকমের হাজারো ঘটনায় বোঝা যায় দেশের মানুষের মাঝে বেশির ভাগই খারাপ কাজ করে যাচ্ছে।

তাই দেশের মানুষ কত বড় ভন্ড এটা এই সার্ভে প্রমান করে।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

chondrobhuk বলেছেন: ফালতু বানোয়াটি গবেষণা

১২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: বেছে বেছে মন্তব্যের উত্তর দেওয়াটা শিখলাম না।

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মাহিরাহি বলেছেন: লেখক বলেছেন: আমার বাবাও মারা গেছেন কয়েক বছর আগে। মা মারা গেছেন আরো কয়েক বছর আগে। মাঝে মাঝে মা বাবার কথা মনে পড়লে, খারাপ লাগে। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা” -হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.