নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের থার্টিফার্স্ট নাইটকে সমর্থন করার আসল কারণ, কিছু ক্ষেত্রে এই উদযাপনে ইসলাম বিরোধি কর্মকাণ্ড থাকে

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৩

থার্টিফার্স্ট নাইটে গ্রেপ্তার ৬৮ থার্টিফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু থার্টিফার্স্ট নাইটকে ঘিরে উগ্রতা, পার্টির চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপ! নিচের কাজগুলো কয়জন করেছেন?

স্রোতে গাঁ না ভাসিয়ে একদল তরুণের ভিন্নধর্মী থার্টি ফার্স্ট নাইট উদযাপন

এছাড়া ঘটেছে অনেক অঘটন, মারা গেছেন অনেকে। নাচানাচি করতে গিয়ে কোপাকুপির ঘটনা ঘটেছে।

মদ আর নচানাচির মধ্যে ব্যস্ত থেকে যুবকরা কি আরো বেশি সমাজ সচেতন হয়ে উঠবে?

“ চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”

জাপানে আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা দিয়ে শেষ করছি।

একটা ম্যানশনে থাকার সময়, পাশের রুমের একজন জাপানি একটু উচু ভলিওমে মিউজিক শুনছিল। কিছুক্ষণ পর উপরতলার রুম থেকে আরেক জাপানিজ অনুরোধ করল ভলিওম কমানোর জন্য। তারপরও মিউজিকের ভলিওম কমানো হলোনা। এর ঠিক কয়েক মিনিটের মধ্যে (জাপানে পুলিশের ইমারজেনসি কলে সাড়া দেয়ার গড় সময় ৩ মিনিটের কম ছিল ঐ সময়) পুলিশ এসে উপস্থিত।

শুনতে পেলাম পুলিশে হুংকার। রীতিমত তুই তোকারি। জাপানি বেচারা মাপ চাইতে চাইতে আধমরা।



মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫

বিডি আইডল বলেছেন: ইসলামে স্হানীয় সংস্কৃতিতে লালন করতে বারণ করা নেই। আমাদের নবী মোহাম্মদ (সা:) আরবীয় সংস্কৃতিের অনেক কিছুই পালন করতেন। তাঁর সাহাবীরাও করতেন। এগুলো ইসলামিক সাংস্কৃতি ছিলো না, ছিলো আরবীয় সংস্কৃতি। বর্ষবরণ, নববর্ষ এগুলো এখন বাংলাদেশী সংস্কৃতির অংশ। ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ফ্লেক্সিবল একটি ধর্ম। এ কারণেই নামাজের পূর্বে ফরজ গোসল করার প্রয়োজন থাকলেও সময়ের বিবেচনায় বলা হয়েছে গোসল করতে না পারলে নামাজ আদায় করতে।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

মাহিরাহি বলেছেন: Human beings, We created you all from a male and a female, and made you into nations and tribes so that you may know one another. Verily the noblest of you in the sight of Allah is the most God-fearing of you.Surely Allah is All-Knowing, All-Aware.(49:13

হে মানুষ! তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পার। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাক্বী। আল্লাহ সর্বজ্ঞ, সব খবর রাখেন।

(নেট থেকে নেয়া, কোন ভুল হলে আল্লাহ ক্ষমা করে দিন।

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:২৯

এম ডি মুসা বলেছেন: দৃষ্টিভঙ্গি পরিবর্তন আবশ্যক। মন্দের হটিয়ে যাক।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

মাহিরাহি বলেছেন: যাদের ঘরে অসুস্থ্য রোগি কিংবা অতি বৃদ্ধ মানুষ ছিলেন, তাদের কি অবস্থা হয়ে ছিল গত রাতে।

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

এম ডি মুসা বলেছেন: আরেকটি কমেন্ট করলাম। মাইন্ড করিয়েন না। গ্রামে আমরা গল্প শুনতাম জামাই আসছে যেদিন গরু চুরি হয়েছে সেদিন।
এখন চোর জামাই কি বলবে। গতকাল রাত্রে নতুন বর্ষ উদযাপন করেছে সে সময় খারাপ লোকে মদ পান করেছে দোষ নতুন বছরে হয়েছে। তাহলে কি সকল লোকই মদ পান করেছ? যারা খারাপ এমনি সুযোগ পেয়ে আরেকটু বেশি করে

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হজ্জ করতে গিয়ে কত লোক মারাগেছে সেই হিসাব রাখেন? এই জন্য কি হজ্জ বন্ধ করে দিতে হবে।উদ্ভট চিন্তা

৫| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: বিশেষ একটা দিনে উৎসব করা অন্যায় কিছু না।

৬| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:৪১

মেরুভাল্লুক বলেছেন: ইসলাম কায়েমের নামে বোমা খেয়েও প্রচুর লোক মারা গেছে, আফগানিস্তান তার উদাহরন।
এইসব বুজরুকী বাদ দেন।

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/The_Great_Game

ব্রিটিশদের ভয় ছিল রাশানরা আফগানিস্তানে ঢুকে ব্রিটিশ ইন্ডিয়ার দিকে নজর দিবে। একইভাবে রাশানরা ভিত ছিল ব্রিটিশদের না নজর পড়ে মধ্য এশিয়ার দিকে। একসময় রাশানরা সক্ষম হয় তাদের পুতুল সরকার বসাতে কাবুলে। ঐ সময় হাজার হাজার ইমামকে হত্যা করা হয়, দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়।
কিছু দোষ ছিল এসকল নিরীহ ধর্মপ্রাণ আফগান নাগরিকদের।

ব্রিটিশদের পরে আমেরিকানরা সংযুক্ত হয়, আফগান পলিটিক্সে। রাশানদের পরাজিত করার জন্য বিভিন্ন মুজাহিদ দলগুলোর পক্ষে প্রক্সি ওয়ার চালায়।
stinger missile তুলে দেয় আফগান মুক্তিযোদ্বাদের হাতে। রাশানরা একসময় পালিয়ে যায়।

মুক্তিযোদ্বাদের মাঝে অনেকেই খুন ধর্ষণ লুটপাটে আফগানিস্থানকে বিপর্যস্ত করলে, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয় তাদের প্রতিরোধ করার জন্য, উথান ঘটে তালেবানদের।

উইকি থেকে এসব তথ্য পাওয়া।

৭| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০৩

রানার ব্লগ বলেছেন: যখন উচ্চস্বরে লং হর্ন বাজিয়ে মাহাফিলের নামে অশ্রবণীয় শব্দ দুষন করে তখন যাদের ঘরে অসুস্থ্য রোগি কিংবা অতি বৃদ্ধ মানুষ ছিলেন, তাদের কি অবস্থা হয়ে ছিল গত রাতে এই কথা মনে আসে না??

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫

মাহিরাহি বলেছেন: মুম্বাই পুলিশ নাইট কারফিউ জারি করেছে। অনুমোদিত ডেসিবেলের সীমা ছাড়িয়ে লাউডস্পিকার / ডিজে সংগীত এবং আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

৮| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: করোনায় এবার সব ঘর বন্ধি অতএব এইসব চিন্তা বাদ

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

মাহিরাহি বলেছেন: ডিএমপি: বাইরে বা ছাদে কোনও নববর্ষ উদযাপনের অনুমতি নেই।

লোকজনকে আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।


https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2019/12/30/dmp-no-new-year-celebration-allowed-outdoors-or-at-rooftops

৯| ০২ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


যে কোন জাপানী আপনার থেকে দক্ষ?

১০| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৩

সোহানী বলেছেন: উৎসব আমরাও করি দেশের বাইরে কিন্তু কাউকে ডিস্টার্ব করে নয় কিছুতেই। এই বোধ থাকলে ওয়াজের আওয়াজ, জাতীয় দিবসে উচ্চ স্বরে গান, হলুদে ডিজে পার্টির আগে একটু ভাবতো।

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

মাহিরাহি বলেছেন: জার্মানি বর্তমানে 10 জানুয়ারী অবধি লকডাউনে রয়েছে। সরকার আতশবাজি বিক্রি নিষিদ্ধ করেছে।

ইউরোপের অনেক জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

১১| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬

এমেরিকা বলেছেন: আস্তিকেরাও তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে। ইসলামী বিধি অনুযায়ী এখানে সমস্যা কোথায় যদি হারাম কোন কাজের ইনভল্ভমেন্ট না থাকে?

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

মাহিরাহি বলেছেন: রাস্তায় যেখানে সেখানে থুতু, ময়লা ফেলা, পাবলিক ট্রান্সপোর্টে উচ্চস্বরে কথা বলা এই জাতীয় কাজকর্মকে কোনভাবেই উতসাহ প্রদান করা সমীচীন নয়।
অনেক কিছুই যা নিজের আংগিনায় করা যায়, তা বাইরে করার সুযোগ নেই।

১২| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

নীল আকাশ বলেছেন: নোংরামী করা যে কোন পরিস্থিতিতেই অনায্য এবং অন্যায়।

১৩| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



তাদের থার্টিফার্স্ট নাইটকে সমর্থন করার আসল কারণটা তো আপনি শিরোনামে বলে দিয়েছেন। এই রাত উদযাপনের সাথে তাদের ব্যবসায়িক মুনাফাসহ আরও কিছু ফায়দাও যুক্ত। আর, কোনো জাতির অধঃপতনের ক্ষেত্রে সেই জাতির যুবসমাজের চারিত্রিক অধঃপতন যে অন্যতম উপাদান হতে পারে- এটা তারা ভালোভাবেই বুঝেন।

ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

মাহিরাহি বলেছেন: কিছু মন্তব্য খুবই হতাশাজনক। সারা বিশ্ব যখন সংযমের কথা বলছে, তখন এরা অসংযম হওয়াকে বাহবা দিচ্ছে। করোনায় অনেকেই স্বজন হারিয়েছেন, চাকুরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্যে অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

পাশের মানুষের এই সকল দু:খ কষ্টকে পাশ কাটিয়ে অশ্লীল হিন্দি গানে, আনন্দ উল্লাসে মেতে উঠাতেও যৌক্তিকতা খুচ্ছেন অনেকে, নামতে নামতে আমরা আর কত নিচে নামব।

১৪| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

মাহিরাহি বলেছেন: https://www.hindustantimes.com/india-news/indian-states-cities-opt-for-night-curfew-curbs-on-new-year-read-list-here/story-UKXthBpItjW7dAiFg2h61O.html

১৫| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: এত বাঝে লেখা কেন লিখেন ভাই, যা মন চাহয় একটা বলে দিলেন আর হয়ে গেল তাহলে তো হল না , উপরে বললেন যে সাড়া দুনিয়াতে সংযমের কথা বলা হচ্ছে, আর তরুণদের কে এই নববর্ষ পালন করতে দিলে সেইটা অসংযম হয়ে যায়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন আপনারা যারা একটু বেশি ইসলামিক ঘরানার লোক জন তাদের আসলে মরে যাওয়া উচিত, যত বেশি দিন বাছবেন তত বেশিদিন পাপ কামাবেন, আর তত বেশি জাহান্নামের আগুনে পুড়ে মরবেন। ভাই মানুষ কে একটু আনন্দ করতেও দিবেন না, এতে এত ব্যাঘরা। আর ওয়াজের নামে আশেপাশের মানুষের কান জালা আপ্লা করে ফেল, ফেব্রুয়ারি মাসে ছেলেমেয়েরা এস এস সি পরীক্ষার সময় এইসব শব্দ দূষণের কারণে পড়তেও পারে না, আর কোথাকার এক রেজাউল করিম বলে নাকি দেশে ওয়াজ করতে দেয় না, আর তুলনা করে দেশে সিনেমা হল চলে কিন্তু অয়াজের মধ্যে ভাট বকার অনুমতি দেয় না।

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৬

মাহিরাহি বলেছেন: বাংলাদেশে পথশিশুদের সংখ্যা ৪০ লক্ষ। শিশু শ্রমিকের সংখ্যা ৫০ লক্ষ।

আপনার শৈশব কেটেছে, চকলেট, দামি দামি খেলনা, কিন্ডার কার্টেন আর জন্মদিন তথা আর কত ধরণের উতসবে, তারপরও তৃপ্ত নন আপনি। আরোও আনন্দ চাই জীবনে, আরো যোগ হোক নতুন নতুন উতসবের দিন।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:২০

জাহিদ হাসান বলেছেন: জাপান যে নাস্তিকদের রাষ্ট্র তা কি জানেন? বৌদ্ধ, শিন্তো ধর্ম যে নাস্তিক ধর্ম তা কি জানেন?
নাস্তিকদের ঘৃণা করে আবার তাদের রাষ্ট্রেই বাস করেন কেন?
আপনার তো সৌদি আরবে গিয়ে ছাগল চরানোর কথা। =p~

১৭| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:২২

জাহিদ হাসান বলেছেন: থার্টি ফাস্ট নাইট, বাংলা নববর্ষ, হ্যালোউইন ডে পালন না করে আমরা ছাগুদের মত কাটাকুটি খেলবো।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: যারা মদ খায়, পতিতাদের নিয়ে ফূর্তি করে তারা কি কোন ধর্মের অনুসরন করে? তারা মানবতার কেয়ার করে?

তারা এমনেতেই কোন ধর্মের কথা শোনেনা। তারা মানবতার কেয়ার করেনা। তাই এরা কি করলো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার কি?

ইসলামে কোন আনন্দ করার কথা আছে? গান হারাম, খেলাধুলা হারাম, নাচ হারাম, মুভি দেখা হারাম, নাটক দেখা হারাম, ছবি তোলা হারাম, ছবি আকা হারাম।

ধর্ম যদি এতোটাই বরিং হয় তবে জনগনের মাঝে তার জনপ্রিয়তা হারাবে সেটা খুব সাভাবিক।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

মাহিরাহি বলেছেন: 'MASSACRE' Hundreds of dead birds litter Rome street after they were ‘scared to death by New Year’s Eve fireworks’ despite ban

গণহত্যা
নিষেধাজ্ঞা সত্ত্বেও রোমে নববর্ষের প্রাক্কালে আতশবাজির কারণে ভয়ে মারা পরেছে শত শত পাখি।

২০| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

রানার ব্লগ বলেছেন: মুম্বাইয়ের পুলিশ কি ঘোড়ার আন্ডা করছে এটা দিয়া আমি বা আমরা কি করবো, বাংলাদেশে এই সব লং হর্ন আর লাউড স্পিকারের আওয়াজ মাঝ রাত অবাদি চলে।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৮

অগ্নিবেশ বলেছেন: মাহিরাহি কে বলছি, ধার্মিক মানেই যে মিথ্যেবাদী তা আপনাদের মিথ্যাচার থেকেই বোঝা যায়।
জাপানের পুলিশ তুই তোকারি করেছে?? হুঙ্কার দিয়েছে?? জাপানের আইন জানেন??
কোথায় ছিলেন জাপানে?? আমার তো মনে হয় সৌদির অভিজ্ঞতা জাপান দিয়েই চালাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.