![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসবাসের অনুপযুক্ত বিশ্বের শীর্ষ ১০ টি শহরের মধ্যে প্রথম হয়েছে ঢাকা। ‘গ্লোবাল লাইভেবিলিটি স্টাডি’তে এই তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।
স্থানীয় অপরাধের মাত্রা, সংঘাত হুমকি, চিকিৎসার মান, তাপমাত্রা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে গবেষনাটি চালানো হয়।
রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে জঘন্য শহর ঢাকা, ১০০ নম্বরের মধ্যে যার অর্জন ৩৮.৭। তালিকার ২য় স্থানে রয়েছে ৩৮.৯ পয়েন্ট পাওয়া পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবি। ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম স্থানে রয়েছে যথাক্রমে লেগোস(নাইজেরিয়া), হারারে(জিম্বাবুয়ে), আলজিয়ার্স(আলজেরিয়া), করাচি(পাকিস্তান), ত্রিপোলি(লিবিয়া), দৌয়ালা(ক্যামেরুন), তেহরান(ইরান)। ৪৫.৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আইভরি কোস্টের আবিদজান।
খবর-ইসংবাদ
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
ছণ্ণ্ ছাড়া বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/118125/small/?token_id=4806ff4a584dc6adcd3481320d6cf312
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
হু-কেয়ারস বলেছেন: মিষ্টি মুখ করেন ভাইজান !!!!!!!!!!!!!!