নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবুল হাসনাত মিনা

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন

এম এ এইচ মিনা

এম এ এইচ মিনা › বিস্তারিত পোস্টঃ

মারা গেছেন ‘টেস্টটিউব বেবি’র জনক রবার্ট এডওয়ার্ডস

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

দীর্ঘদিন অসুখে ভুগে গতকাল বুধবার ৮৭ বছর বয়সে তিনি মারা গেছেন ‘টেস্ট টিউব বেবি’র জনক হিসাবে খ্যাত নোবেল পুরস্কারজয়ী ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডস। ঘুমন্ত অবস্থায় এডওয়ার্ডস মারা যান বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন এই বিজ্ঞানী।











কৃত্রিম প্রজনন নিয়ে তার অনবদ্য গবেষণার ফলেই ১৯৭৮ সালে জন্ম নেয় প্রথম ‘টেস্টটিউব বেবি’ লুইস ব্রাউন। ১৯৫০ এর দশকে তিনি কৃত্রিম প্রজনন নিয়ে কাজ শুরু করেন।

রবার্ট এডওয়ার্ডসের দেখানো পথ ধরেই বিশ্বজুড়ে জন্ম নিয়েছে লাখ লাখ টেস্টটিউব বেবি। এই গবেষণায় তার সঙ্গে কাজ করেন প্রয়াত প্যাট্রিক স্টেপটোয়ে।

দীর্ঘদিন ধরে গবেষণার পর ১৯৭২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় টেস্টটিউবে তৈরি ভ্রুণ মাতৃগর্ভে প্রতিস্থাপন শুরু করেন এডওয়ার্ডস ও তার সহযোগী। কিন্তু তাদের এ প্রচেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে নতুন এক প্রক্রিয়া কাজে লাগানোর পর এর পরের বছর ২৫ জুলাইয়ে জন্ম নেয় প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন।

দুজনে মিলে বিশ্বের প্রথম আইভিএফ (কৃত্রিম নিষেকক্রিয়া) ক্লিনিক ‘বোর্ন হল’ প্রতিষ্ঠা করেন ১৯৮০ সালে কেমব্রিজে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পশ্চিমা বিশ্বে ১ থেকে ২ শতাংশ শিশু আইভিএফ পদ্ধতিতে জন্ম নেয়।





সূত্রঃabnews24.com

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

তন্ময় চক্রবর্তী বলেছেন: ভয়ানক একটা কাজ করে গেছেন। তবে সেদিন সবচাইতে বেশি খুশি হবো যেদিন শুনবো, বাচ্চাকে আর মায়ের গর্ভে জন্ম নেওয়া লাগছে না, ল্যাব এই হয়ে যাচ্ছে। এতে করে নির্মম বাচ্চা প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাবে মায়েরা।

শ্রদ্ধা রইলো তাঁর প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.