নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবুল হাসনাত মিনা

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন

এম এ এইচ মিনা

এম এ এইচ মিনা › বিস্তারিত পোস্টঃ

তিন কোটি টাকায় বিক্রি হলো কবুতর B:-) B:-) B:-) B:-) B:-)

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

চার লাখ ডলারে বিক্রি হয়েছে ‘বোল্ট’ নামের একটি দ্রুত গতিসম্পন্ন কবুতর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ১২ লাখ টাকা। নিলামকারী ওয়েবসাইট পিপা সূত্রে এ কথা জানা যায়।

পিপার কর্মকর্তাদের দাবি, চীনা এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা বেলজিয়ান এই কবুতর এযাবত্কালের সবচেয়ে দামি কবুতর।

পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাস গাইসেলব্রেখট বলেন, ‘কবুতরটির দাম দেখে আমি হতবাক!’

এটি অসম্ভব দ্রুত গতির এক রেসিং কবুতর। তার ওড়ার গতির সঙ্গে বিজলির চমকের তুলনা করা হয়। এ জন্য খ্যাতনামা দৌড়বিদ উসাইন বোল্টের নামানুসারে নাম রাখা হয়েছে ‘বোল্ট’।

ওই চীনা ব্যবসায়ী বোল্টের মাধ্যমে এই প্রজাতির কবুতরের বংশবিস্তার করাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সর্বশেষ ২০১১ সালে যুক্তরাজ্যে ১৬ হাজার ইউরোতে একটি ‘রেসিং কবুতর’ বিক্রি হয়েছিল। সেটিও কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী। বিবিসি, ফক্সনিউজ অনলাইন।

প্রথম আলো

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

মোমের মানুষ বলেছেন:

ভাই আমার কাছে ৮ জোড়া কবুতর আছে, দাম সর্ব সাকূল্যে ৪০০০ টাকা হতে পারে। বিক্রি করা খুবই প্রয়োজন। নিলামে উঠানো যায় কিভাবে?

২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জালালি কবুতর মনে হয়!

৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

নাহিদ সৈকত বলেছেন: এইডা তো কিছুই না :P :P :) :) B-) B-) ;) ;)

৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:০১

আন্ধার রাত বলেছেন:
হায়, আমারে কেউ কিনে না কেন? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.