নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের চাতক, গাহে নিজের খেয়ালে

আমি অভাগা, এনেছি বহিয়া, নয়নজলে ব্যর্থ সাধনখানি।

রাফখাতা

আমি যা লিখি নিজের খেয়ালে লিখি। কারো ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি।

রাফখাতা › বিস্তারিত পোস্টঃ

সংশয়

১৮ ই জুন, ২০১৮ রাত ১২:০১

হয়তো আর কটা দিন
তারপর হয়ে যাব বিলীন
গোধূলীর আবীরে,
দেখা হবেনা পূনর্বার
তোমার আর আমার
রূপসা নদীর তীরে।

এই ক্লান্ত বালুচরে
অস্পষ্ট অক্ষরে
পড়বে না পদছাপ,
ছুয়ে যাবে না আর
সলিল বিধাতার
হিংসুক অভিশাপ।

শুনবোনা কোন দিন পরে
বাতাসের থরে থরে
ডানার আস্তরণ,
আকাশের পশ্চিমপারে
বিষাদ মাখা সুরে
নিলীমার ক্রন্দন।

বিষের বেদনায় বুক ভরে
জানাবো ক্রন্দন সুরে
বিদায়ের বারতা,
ছুড়ে ফেলে যাব দুখে
ধরণীর বুকে
ছলনাময় ভালোবাসা।

-মাহমুদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭

নিশাচড় বলেছেন: সুন্দর। ভালো লাগলো

৩| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.