নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশাহীনতায় আশাবাদী

মাহমুদা আক্তার সুমা

দেবার মত পরিচয় নেইতো

মাহমুদা আক্তার সুমা › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

ফোনটা হাতে নিয়ে বসে আছে রেনু। সে জানে অনেক দূরে হয়ত নদীর পাড় ঘেষে গড়ে উঠা একটি গ্রামের ছোট্ট একটি ঘরে অভিমানী ছেলেটি বসে তার কলের অপেক্ষায় প্রহর গুনছে আর ভাবছে, এত কঠিন মন কেমন করে হল রেনু তোমার!! কেমন করে আমার ফুলের রেনু আমাকে ভুলে এতগুলো দিন কাটিয়ে দিচ্ছে।ছল ছল চোখে শুধু ফোনটার দিকে তাকিয়ে সময়গুলো পার করে রেনু। কি হবে ফোনে একটু কথা বললে? তার চেয়ে অভিমানী ছেলেটা অভিমান করে ভুলে যাক না রেনুকে।
চুপটি করে মনে মনে নীরবে কথা হচ্ছে রেনু আর অভিমানী ছেলের।
- তুমি একবার কল দিতে পারনা অভিমানী?
-কেন তুমি দিতে পার না। তুমি জান না আমি মুখ ফুটে কিছু বলতে বা চাইতে পারি না?
- থাক তবে তোমার মনের কথা মনেই।
- তুমি বুঝে নিতে পারনা। তুমি জাননা আমি তোমাকে কতটা...
- কি কতটা?
- জানিনা।
- কি জান তুমি?
- কিছু জানিনা।
- আমি তোমাকে নিজে থেকে আর ফোন দেব না। মরে গেলেও না।
- ওকে ।
-ওকে মানে? তার মানে তুমি এমনই থাকবে সারাজীবন। আর এভাবেই আমাকে অবহেলা করে যাবে?
অভিমানী ছেলে চুপ করে থাকে। ওর নীরবতা রেনুকে ছিন্ন বিছিন্ন করে দেয়। দুফোটা গরম জল গাল বেয়ে নামে ওর। চমকে তাকায় ফোনের দিকে একটি মেসেজ এসেছে!!
খুব দ্রুত আগ্রহ নিয়ে মেসেজ ওপেন করে ও।
-বাংলালিংক অফার.......

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

ডাঃ মারজান বলেছেন: আহা! আরেকটু লিখলে পারতেন। ভালই চলছিল। শুভেচছা রইল।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনুগল্প গুলো এমনই ভাই ”শেষ হইয়া্ও হইল না শেষ” তবে এটা কারো জীবনের রিয়েল মুহুর্ত। ধন্যবাদ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সাহসী সন্তান বলেছেন: মান অভিমানের পালা অনেক ভাল লাগলো আপু! তবে পোস্টটা অনেক ছোট হয়ে গেছে? ইচ্ছা করলে আরও একটু বড় করতে পারতেন, তাহলেই অনেক ভাল হতো! কেবলই পড়তে বসছিলাম, তার মধ্যেই শেষ!

একটা কথা, আপনি সম্ভবত মোবাইল থেকে উত্তর করছেন তাইতো? যদি মোবাইল থেকে উত্তর না করে থাকেন তাহলে, দেখেন মন্তব্যের উপরে একটা তীর চিহ্ন মত আছে তাতে ক্লিক করলে একটা ঘর মত আসবে, সেখানেই লিখবেন তাহলে মন্তব্যকারী আপনার মন্তব্যটা জানতে পারবে! আগে জানা থাকলে দুঃখিত!

গল্প অনেক ভাল লেগেছে! শুভ কামনা জানবেন!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

মাহমুদা আক্তার সুমা বলেছেন: সত্যিই খুব ছোট। মুহুর্তটা অনেক বড়। তবুও গল্পটা খুব ছোট। হঠাৎ সবকিছু এভাবেই শেষ হয়ে যায়। যদিও আমি মন্তব্যের ব্যাপারটা জানি তবুও আপনাকে ধন্যবাদ। খুব ভাল লাগল।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫

সাহসী সন্তান বলেছেন: আসলেই ঠিক! গল্পটা ছোট হলেও এর প্রতিটা শব্দ বিশ্লেষণ করলেই বোঝা যায় যে গল্পটার গভীরতা কতটুকু! আপনার গল্পে যে বিষয় বস্তু বাস্তবের সাথে তার হুবহু মিল, সেজন্য মনে হয় এতটা ভাল লেগেছে!

আবারও ধন্যবাদ ছোট হলেও সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

মাহমুদা আক্তার সুমা বলেছেন: সময় নিয়ে পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' শেষ হইয়াও হইলনা শেষ'' , পারফেক্ট অনু গল্প ।
অভিনন্দন নিন ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আপনাদের সামনে আমি খুবি সামান্য। অভিনন্দন এর জন্য ধন্যবাদ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

গেম চেঞ্জার বলেছেন: এইটা নিশ্চিত অনুগপ্প। ছোটগপ কইলে চইলপো না। বড় গপ্পো কইলে তো মাইরালাম।

তয় গল্পটা পড়া শুরু করতে না করতেই যেন শেষ হয়ে গেল। যাক সামনে আরো লেখা চাই কিন্তু।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনুপ্রেরণার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৪

রুদ্র জাহেদ বলেছেন: ভালোবাসা যেখানে থাকে সেখানে অভিমানও থাকবে, তবে তা বেশি দীর্ঘ ঠিক নয়। কী বলেন আপু?
অনুগল্পে ভালোলাগা রইল+

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

মাহমুদা আক্তার সুমা বলেছেন: অভিমান ছাড়া কি ভালবাসা হয়?? হ্যা একদম ঠিক বলেছেন।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬

তাওহিদুল ইসলাম আহদাদ বলেছেন: লেখার মানটা আরেকটু ভালো হলে ভাল হত।
সর্বোপরি গল্পটা মোটামুটি ভালোই লাগল।চালিয়ে যান।

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

মাহমুদা আক্তার সুমা বলেছেন: চেষ্টা করব আরোও ভাল করতে। অনেক ধন্যবাদ। আশা করি আরোও উপদেশ পাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.