![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(অনাহারীদের নিয়ে কিছু লিখার চেষ্টা করলাম, আমার জন্মস্থান ময়মনসিংহের ভাষায়।)
দুই চক্কের পানি হুগাই গেচে
অনাহারে আচি আইজ দিন তিনেক,
কয়ডা ভাত দেনারে সাব
কই হামলাইলি তরার বিবেক।
কত রঙিন স্বপ্ন তরার
কত্ত তামশায় সাজাস ঘর,
ইডের উপরে মাথা রাইক্কা
ঘুমাই আমারা জীবন ভর।
তবুও কোন নাই অবিযোগ
পেটটা খালি দিন তিনেক,
দে, দে, দেনারে কয়ডা ভাত
চা দিয়া ভিজায় খাইছস বিবেক?
আধ খাওয়া বিদাশি খাওন
ছুইড়া ফেলস ডাস্টবিনে,
ইকটু চাইয়া দেকনারে ধনী
ক্ষুৎপীড়িতের পেট খানে!!
চোক, কান, মুক সবি বন্ধ
ভাত দেহিনা আইজ তিনেক
পঁচা, গান্দা, যা আচে দে
পেটের ভিতর জির শতেক।
কত রাজা নামে উডে
কত্ত উন্নয়নের খেলা মেলা।
ইংরাজী কতা বুজিনা গরীব
ভাত, ভাত চাই হারবেলা।
নরম সাবানে আত দুয়াডা
খাইল্লা পেডেও আসির ঠেক
অত্ত কতার কাম কিরে ভাই
ভাত চাই, ক্ষুৎপীড়িতের দাবি এক।
কয়ডা ভাত দেনারে সাব
কই হামলাইলি তরার বিবেক।
কত রঙিন স্বপ্ন তরার
কত্ত তামশায় সাজাস ঘর,
ইডের উপরে মাথা রাইক্কা
ঘুমাই আমারা জীবন ভর।
তবুও কোন নাই অবিযোগ
পেটটা খালি দিন তিনেক,
দে, দে, দেনারে কয়ডা ভাত
চা দিয়া ভিজায় খাইছস বিবেক?
আধ খাওয়া বিদাশি খাওন
ছুইড়া ফেলস ডাস্টবিনে,
ইকটু চাইয়া দেকনারে ধনী
ক্ষুৎপীড়িতের পেট খানে!!
চোক, কান, মুক সবি বন্ধ
ভাত দেহিনা আইজ তিনেক
পঁচা, গান্দা, যা আচে দে
পেটের ভিতর জির শতেক।
কত রাজা নামে উডে
কত্ত উন্নয়নের খেলা মেলা।
ইংরাজী কতা বুজিনা গরীব
ভাত, ভাত চাই হারবেলা।
নরম সাবানে আত দুয়াডা
খাইল্লা পেডেও আসির ঠেক
অত্ত কতার কাম কিরে ভাই
ভাত চাই, ক্ষুৎপীড়িতের দাবি এক।
০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩৫
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ক্ষুধায় কৃমির অত্যাচার কে রূপক দিয়ে বুঝানো হয়েছে
২| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আঞ্চলিক ভাষার কবিতা তো অনেক সুন্দর হয়েছে! অনাহারীদের নিয়ে আপনার লেখা কবিতাটা পড়তে গিয়ে বাস্তবটাকে খুব গভীর ভাবে উপলব্ধি করতে পারছিলাম!
চমৎকার কবিতায় অনেক অনেক ভাল লাগা! শুভ কামনা জানবেন!
অঃ টঃ ছবির লিংকটা কাট করে পোস্টের উপরে পেস্ট করলে ভাল হতো! পোস্টের নিচে ছবি থাকলে কেমন জানি লাগে!
০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩৬
মাহমুদা আক্তার সুমা বলেছেন: হমম এটা আমি বুঝতে পেরেছি। ঠিক করে দিচ্ছি। আর মন্তব্য এবং শুভকামনার জন্য ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অনাহারীর করুণ এক প্রতিচ্ছবি । লেখা ভালো হয়েছে ।
(ছবিটা কি ময়মনসিংহের?)
০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৫০
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ছবি নেট থেকে নেয়া। ধন্যবাদ।
৪| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: দারুনভাবে লিখেছেন।
আরো চাই আঞ্চলিক ভাষায় লেখা কবিতা।
+++
০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৫০
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা করব।
৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:২৬
মুসাফির নামা বলেছেন: অনেক চমৎকার লিখেছেন।
০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৫১
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৬| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:২৮
মোঃ আলামিন বলেছেন: আমরা ভাই সব কিছুই ভুলে গিয়েছি ।। সবাই নাস্তিক-আস্তিক, ধর্ষন , সমকামিতা , গুম হত্যা , ইসলাম বিদ্বেষী পোষ্ট ব্লা ব্লা ব্লা নিয়া পরে আছি । সমাজের আর অনেক সমস্যা আছে সেগুলার কোন খবর নাই । সবাই আমরা দলীয় লোক .।.।। এক এক জন এক এক দিকে ।
০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৫৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ভুলে গেলে কি করে হবে? মনে তো কাউকে না কাউকে রাখতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৫৬
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার হয়েছে তবে এটা চলিত রীতিতে লিখলে আরো আবেদন সৃষ্টি করবে মনে করি।
০২ রা মে, ২০১৬ রাত ১১:৫৭
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ধন্যবাদ। নিজের জন্মস্থানের ভাষায় লিখতে মন চাইল। ধন্যবাদ আবারো পাঠ এবং মন্তব্যের জন্য। শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩১
আরাফাত আহমেদ সোহাগ বলেছেন: পেটের ভিতর জির শতেক......মানে কী? জির কী?