| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যে টা শুধু তোর জন্য রেখেছি,
তুই প্রদীপ হয়ে জ্বলিস।
নিজেকে বিষাক্ত করেছি
চাই না তোকে পান করাতে সে বিষ।
চোখের জলটুকু আড়াল করেছি
আধাঁরের ফাঁকে
অপরাধি মন কাঁদে অহর্নিশ
সন্ধ্যেটা তোকে দিলাম তাই
পাপ বোধে তো সন্ধ্যাটাই সঠিক প্রহর।
বোধন জাগ্রত করে কি লাভ তবে
অহংকারী মন অহংকারীই থেকে যাবে
তাই এক গাদা থু ছড়িয়ে দিলাম নিজেকে নিজেই
তবুও সন্ধ্যেটা কিন্তু তোর ই!!
যখন বিকেল গড়িয়ে গোধূলী।
কেন যে সন্ধ্যেটা তোর তা তো জানা হলনা
তবে কি বিষাক্ত মনে বাসা বেঁধেছিস
নাকি এ শুধু আধাঁরের খেলা
সন্ধ্যেটা তোর, তোর সন্ধ্যে বেলা।
১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৫
মাহমুদা আক্তার সুমা বলেছেন: হমমম তাই। ধন্যবাদ।
২|
১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!![]()
১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৫
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ওহহহ শায়মা ম্যাম!! ধন্যবাদ।
৩|
১৫ ই মে, ২০১৬ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
১৫ ই মে, ২০১৬ রাত ৯:৪৮
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৪|
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: বিষ আর বিষাক্ত কথাগুলো মনে হয় একটু বেশীই এসে গেছে কবিতায়।
ছবিটা সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫
নয়ন বিন বাহার বলেছেন: চোখের জলটুকু আড়াল করেছি
আধাঁরের ফাঁকে
অপরাধি মন কাঁদে অহর্নিশ
....................।
তাই তো, তাই না?