![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪ রঙের ৫০০ ভিজিটিং কার্ড ১২০ টাকা,১০০০ ভিজিটিং কার্ড ১৭০ টাকা। রাজধানীর আনাচে কানাচে এমন ফেস্টুন বা পোস্টার দেখেন নি, এমন লোক বোধহয় খুব কমই আছেন।
হ্যা, এদের কথাই বলছি, মিথ্যার তথ্য দিয়ে মতিঝিল, পল্টন, গুলিস্তান সহ আশে-পাশের এলাকায় কিছু দিন পর পরই এরা ব্যানার ফেস্টুন লাগিয়ে দেয়। আর আকর্ষনীয় এসব বিজ্ঞাপন দেখে প্রতিদিন অনেক লোক এখানে ভিড় করে। কিন্তু এখানে এসে এদের আকর্ষন নিমিষেই কমে যায়,কারন তাদের বিজ্ঞাপনে লাগানো মূ্ল্যের ধারে-কাছেও এরা থাকে না। ফলে প্রতিনিয়তই ঘটছে ঝগড়া, হাতাহাতি এমন কি মারা-মারির মত ঘটনা।
ফকিরা পুলের আর এম প্রিন্টার্স, গ্রাফিক প্লাস সহ আরো কিছু প্রতিষ্ঠান এসব ঘটনার সাথে জড়িত।
এ ব্যাপারে সনামধন্য ব্যাবসায়ীরা বলেন, এসব কিছু অসাধু ব্যাবসায়ীর কারনে আমরা সবাই ক্ষতিগ্রস্হ হচ্ছি। প্রতিবাদ করছেন না কেন? এমন প্রশ্নে এদের জবাব হলো- প্রভাবশালী কিছু ব্যক্তির কারনে এদের বিরুদ্ধে কোন-কিছু বলেও লাভ হয় না।
২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫
আমান৮২ বলেছেন: আপনি নিজে কখনো কাজ করিয়েছেন। আমি কিন্তু নিজে গিয়েছি এবং কাজ করিয়ে নিয়ে এসেছি ।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
এ অাল মাহমুদ বলেছেন: হ্যা, আমি নিয়ে গিয়েছি, আর ওদের দেয়া মূল্য তালিকায় কি আপনি কাজ করিয়েছেন?
৩| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১২
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই কি কন না কন!! মাথা কি ঠিক আছে আপনার!! মাইরের চোটে পাগল হইয়া যাইবো হেরা!! আপনি মনে হয় কারো কাছ থেকে শুনে লেখাটা লিখেছেন! !
৪| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৮
আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আমার মনে হয় ভিজিটিং কার্ড কিম্বা পোস্টার ছাপানো এগুলোর রেট মূলত নির্ভর করে গ্রাফিক্স, কত কালার ব্যবহার করছেন, কাগজের গুণগত মান, ছাপার কালি, লেমিনেশন, এমবস্ এগুলো উপর।
ওদের বিজ্ঞাপণের রেট দেখে আসলে কোন লাভ নেই।
আপনি আপনার চাহিদা অনুযায়ী দরদাম করে কাজ করালে সমস্যা হবার কথা না।
আপনার ছবির দেয়া দোকানটা আমি চিনি, তাই মন্তব্য করলাম।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৭
এ অাল মাহমুদ বলেছেন: আপনার প্রথম অংশের সাথে আমি একমত, কিন্তু তারা যে প্যাকেজ মূল্য তালিকা দিয়েছে, সেটা তো তাদের কাছে থাকতে হবে। আজ আপনি নতুন একটা এ্যাড দিলেন এবং সেখানে আকর্ষনীয় মূল্য দিয়ে ক্রেতা ভিড়ালেন, আর অাসার পর বললেন যে, এগুলো নেই। এটা কি প্রতারনা নয়???
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
এসব চলবে না..... বলেছেন: বিষয়টা যাদের দেখার তারা ভাগ পায়।
সুতরাং চালিয়ে যাও।