নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ অাল মাহমুদ

সমাজের অনিয়মগুলো পরিবর্তন করে সুষ্ঠ সুন্দর ও আধুনিক সমাজ প্রত্যাশায়...।.

এ অাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমন করা যায় যেসব দেশে..

১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে।যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।



যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে -



ভুটান (যত দিন ইচ্ছা),

নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)

শ্রীলংকা (৩০ দিন),

আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস),

মালাউই (৯০ দিন),

সেশেল (১ মাস),

আমেরিকা মহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন),

হাইতি (৩ মাস),

গ্রানাডা (৩ মাস),

সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস),

সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস),

টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),

মন্টসের্রাট (৩ মাস),

ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),

ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস),

কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন),

পালাউ (৩০ দিন),

সামোয়া (৬০ দিন),

টুভালু (১ মাস), নুউ (৩০ দিন),

ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।



আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),

জর্জিয়া (৩ মাস),

লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার),

মাকাউ (৩০ দিন),

,

সিরিয়া (১৫ দিন),

পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),

আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ,

কোমোরোস,

জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক),

মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),

মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার),

টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)

এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

বলিভিয়া (১ মাস)



কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।



এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন।

ভ্রমন বিষয়ক অারো তথ্য পেতে লাইক ‍দিতে পারেন এই লিংকে-

ট্রাভেল লাইফ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

কালীদাস বলেছেন: এই পোস্ট-টা ব্লগে কতবার আসছে একটা সার্ভে করা দরকার :-< |-)

২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: ব্লগার কালীদাসের সাথে একমত।

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

বটের ফল বলেছেন: মনের কথাটা বলে ফেলেছেন কালীদাস ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.