![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রায় সকল দেশেই আজ বাংলাদেশীদের পা্ওয়া যায়, অার পা্ওয়া যায় তাদের পাঠানো রেমিটেন্স। কিন্তু ক'টা দেশের সাথে আমাদের শ্রম চুক্তি আছে? আর যেসব দেশের সাথে অাছে, তার মধ্যেও অনেক দেশে শ্রমিক নেয়া প্রায় বন্ধ। তাহলে কি প্রবাসী রেমিটেন্স কমছে?
সরকার তো বলছে বাড়ছে।
কিভাবে বাড়ছে রেমিটেন্স?
তাহলে অবশ্যই লোকজন কোন না কোন ভাবে বিদেশে যাচেছ।
তারই উদাহরন একজন সবুজ খলিফা
গত ১২-০৫-১৫ তারিখে রোম এর ত্রেভি নদীতে স্থানীয় এক মহিলার জীবন বাচিয়ে ইতালিতে বীর উপাধিতে ভুষিত হন অবৈধ ভাবে ইতালিতে থাকা বাংলাদেশী সবুজ খলিফা, তখন নিশ্চই আমাদের গর্ব হয়।
যখন শুনি, প্রবাসীদের আয়ের উপর এদেশের অর্থনীতি দাড়িয়ে অাছে, তখন প্রবাসীদের নিয়ে আমাদের গর্ব হয়।
যখন টিউলিপ,রুশনারা,রুপা হকরা বৃটিশ পার্লামেন্টে এম পি হয়, তখন আমরা গর্ববোধ করি।
ইউরোপ কিংবা আমেরিকাতে অাজ যেসব বাংলাদেশীরা ব্যাবসা- বানিজ্য, শিক্ষা দীক্ষা, সহ সামাজিক ভাবে ভালো অবস্থানে অাছেন, তাদের কিংবা তাদের পূর্ব পুরুষরা বেশীর ভাগই অবৈধ ভাবেই এসব দেশে গিয়ে অাজ দেশের সুনাম বয়ে অানছেন।
অবৈধ ভাবে বিদেশ পাড়ি যমানো মোটেই সমর্থন যোগ্য নয়, আর শুখে থাকলে কেই বা চায় নিজের জীবন বাজি রেখে অবৈধ পথে যেতে।
এমনিতেই বৈধ পথ সংকুচিত, তাছাড়া বৈধ পথের জন্য যে পরিমান অর্থের প্রয়োজন তা হয়তো অনেকের পক্ষেই যোগার করা সম্ভব নয়।
যে কারনে আজকাল ঝুকি নিয়ে অবৈধ ভাবে সুমদ্র পথে বিদেশ পাড়ি দেয়ার চিন্তা মানুষের মাথায় ঢুকেছে্ ,আর এক শ্রেনীর দালাল চক্র এদের এসব কর্মে উৎসাহিত করছে।
যার ফলশ্রুতিতে অামাদের দেখতে হচ্ছে, থাইল্যান্ডের জঙ্গলের মত বিভৎস কাহিনী।
আর শত শত নারী শিশু শহ গভীর সমুদ্রে ভেসে বেড়ানো ট্রলারের মত ঘটনা। তবে ট্রলারের ঘটনাটি খুবই হৃদয় বিদারক একটি বিষয়। থ্যাইলান্ড,মায়ানমার কিংবা মালয়েশিয়া কেউই তাদের গ্রহন করছেনা। কারন সেখানে মায়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক রয়েছে। আর রোহিঙ্গাদের মায়ানমার গ্রহন করবেনা। যেহেতু সেখানে বাংলাদেশী নাগরিক রয়েছে, তাই আমাদের উচিৎ, অতি শীঘ্রই জাহাজটি উদ্ধার করা। আমরা যদি আমাদের নাগরিকদের বাঁচতে সাহায্য না করি, আর সেখানে তারা অনাহারে মারা যায়, তাহলে কি তাদের মনে একটি প্রশ্ন থেকে যাবে না? কি লাভ তোমাকে ভালবেসে হে জন্মভুমি। কেন? তোমার জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমরা তো, তোমাকে বাচিয়ে রাখার জন্যই যাচ্ছিলাম, আর যখন বিপদে পরলাম তুমি আমাকে দূর থেকে দেখলে আর বললে, তোমরা কি আমার অনুমতি নিয়ে গিয়েছিলে ???
©somewhere in net ltd.