![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর ফেব্রূয়ারীতে "বাবার মাজার রহস্য -১" শিরোনামে একটি পোষ্ট লিখেছিলাম। সেখানে শাহজাহান পাগলা নামে এক ব্যর্থ প্রেমিকের পাগল হওয়া আর মৃত্যুর পরে আল্লাহর ওলি হয়ে যাওয়া এবং পরবর্তীতে তার নামে মাজার তৈরীর কথার লিখেছিলাম। তবে আজ লিখছি মাজারকে কেন্দ্র করে কতিপয় মাজার ব্যাবসায়ীদের কান্ড !
আজকাল সেখানে প্রতি বৃহস্পতিবার ওরশ বসে।সন্ধ্যার পর শুরু হয় নাচ গানের আসর। বাবাকে নিয়ে বেশ কিছু গানও ইতিমধ্যে তৈরী হয়ে গেছে।গ্রামের প্রভাবশালী কয়েকজন মিলে মাজার কমিটিও বানিয়ে ফেলেছে।
মাসিক ও বাৎসরিক ওরশের নামে চাদাবাজীও চলে। মাজারের সামনে রাখা হয়েছে বিশাল দান বাক্স, এছাড়া বিভিন্ন বাজার ও দোকানের সামনে তো দানবাক্স রয়েছেই। ইতিমধ্যে ব্যাবসায় লাভ আসা শুরু হয়ে গেছে।
একসময় হয়তো মিরপুর কিংবা গোলাপশাহর মত কোটি কোটি টাকার ব্যাবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে।
অসংখ্য লোক আসবে, মানত করবে, দান বাক্স উপচে টাকা পড়বে।
বোকা মানুষ নিজের কষ্টার্জিত টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলবে। আর প্রতারক চক্র চৌদ্দ পুরুষের জন্য সম্পদের পাহাড় গড়বে। এই চক্রটির হাত অনেক লম্বা। তারা তাদের ব্যবসায় বাধা হয়ে দাড়ালে কোন রমক ছাড় দিতে নারাজ। সত্যি কথা প্রকাশ করায় এরা একরার আমাকে ঐশ্বরিক ভাবে ক্ষতি হয়ে যাবে ভয় দেখালেও এখন পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি দিচ্ছে।
যেহেতু তাদের হাত অনেক লম্বা, তাই আমাদের মত অনেকেই হয়তো সত্য বলা থেকে বিরত থাকবে। তথ্য প্রযুক্তির এই দিনে সহজ সরল মানুষের ধর্মীয় আবেগকে পুজি করে ঘামে ঝড়া পয়সা আর কতদিন হাতিয়ে নিবে প্রতারক চক্র। আমার জানামতে,মসজিদের ঈমাম থেকে শুরু করে উচ্চ পর্যায়ের আলেম ওলামা গন ও এসব মাজার ব্যাবসার সমর্থন করেন না। সমাজের একেবারে তৃণমূল এবং অজ্ঞ পর্যায়ের
লোকজন এসবের দ্বারা বেশী প্রভাবিত হচ্ছে। অনেকে আবার পারিবারিক বা সামাজিক কারনে এসবের প্রতি দূর্বল হচ্ছে। আধুনিক চিন্তাধারার অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে সর্বপ্রথম মানুষকে কু-সংস্কারের গন্ডি থেকে বের করে আনতে হবে। আর সেজন্য রাষ্ট্রকেই এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯
এ অাল মাহমুদ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫১
ভ্রমন পিপাসু বলেছেন: বাংলাদেশের সবচেয়ে লাভ জনক ব্যাবসা। ঠিকই বলেছেন @সায়ান তানভি
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯
এ অাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
সায়ান তানভি বলেছেন:
গাধারাই মাজার ভক্ত ।