নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ অাল মাহমুদ

সমাজের অনিয়মগুলো পরিবর্তন করে সুষ্ঠ সুন্দর ও আধুনিক সমাজ প্রত্যাশায়...।.

এ অাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম গুলোর প্রতারনার কৌশল -১

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫



আজকাল ঢাকার বিভিন্ন অলিতে গলিতে কিংবা মেইন রোডের পাশে গড়ে উঠেছে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম । এদের কেউ কেউ মালয়েশিয়া, সাইপ্রাস কিংবা যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসায় গিয়ে সুবিধা করতে না পেরে দেশে এসে ফার্ম দিয়ে বসেছেন। কেউ আবার এসব ফার্মে চাকুরী করার অভিজ্ঞতা নিয়ে নিজেই ফার্ম দিয়ে বসে পরেছেন ।

সাধারনত যেসব স্টুডেন্টরা বিদেশে ছাত্র ভিসা নিয়ে যেতে চায় তারা পত্রিকা কিংবা অনলাইন মার্কেটের মাধ্যমে তাদের খোজ পেয়ে থাকেন। তবে অনলাইন মার্কেট প্লেসে এ্যাড ফ্রি হওয়ায় এরা খুব সহজেই আকর্ষনীয় বিজ্ঞাপন নিয়ে স্টুডেন্টদের মনযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়। যেমন - ভিসার আগে এক টাকাও লাগবে না, নো উইন নো ফি..এই ধরনের আর কি..

এ্যাড দেখে ফোন দেয়ার পর, বেশীর ভাগ ক্ষেত্রেই এরা স্টুডেন্টদের পাসপোর্ট ও কাগজপত্র নিয়ে আসতে বলবে, এবং বাকী কথা সাক্ষাতে বলার কথা বলে থাকে।

স্টুডেন্ট চলে আসলে রিসিপসনিস্ট বলবে, ভাই একটু বসুন, বস বিজি,(বিজি থাকুক আর নাই থাকুক) বেশ কিছুক্ষন পর বসের ডাক আসল, রুম এ যাওয়ার পরও বিজি ভাব দেখাবে। ...........স্যরি ভাই, আসলে এই কাজটাতে অনেক রেসপন্স, সময় ও কম । যাই হোক,,,,,,,। স্টুডেন্টদের বয়স ও মনোভাব অনুযায়ী সেই দেশ সস্পর্কে অনেক মজার মজার তথ্য দিবে। আর ভিসা নিয়া আপনার চিন্তা করতে হবে না । ...........এত মাসের একমোডেসন, টিউশিন ফি, এয়ারপোর্ট পিকাপ, সার্ভিস চার্জ সব আমাদের মধ্যে, ভিসা হওয়ার আগে আমরা কোন চার্জ নেইনা।

এসব শুনে স্টুডেন্টরা অনেকটাই উৎসাহী হয়ে উঠেন, ব্যাস !!

সময় কিন্তু একদম হাতে নেই, আমরা আর মাত্র কয়েকটি ফাইল হাতে নিব। তাহলে আপনি কালই বাসায় কথা বলে ফাইল জমা দিয়ে যান। আর হ্যা, সাথে এ্যাডমিশন ফি ও ডি এইচ এল ফি বাবদ বিশ হাজার টাকা দিয়ে যাবেন।

....ভাই আপনে না বললেন, নো উইন নো ফি, হুম... কোন কারনে যদি ভিসা মিস যায় আপনার টাকা ১০০% রিফান্ডেবল । সো, আপনার তো কোন লস হচ্ছে না, আর আমরা তো অন্যান্য ফার্মের মত ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না । আমরা আপনার জন্য এত টাকা ইনভেস্ট করতেছি কি ভিসা না হওয়ার জন্য?? এই সামান্য অংক আপনার নিজের জন্যই নিজে দিবেন । তাও আবার আমরা রিস্ক নিচ্ছি। সো আপনার কি টেনশন, টেনশন তো করব আমরা....

মজার ব্যাপার হচ্ছে, কিছু কিছু ফার্ম পারুক আর নাই পারুক, ফাইল টাইল নিয়ে একটু চেস্টা করে দেখে । না হলে তো লস নেই। টাকা যা পাওয়ার তা তো পকেটে ঢুকেই গেছেই।

আবার অনেকেই ও পর্যন্তই,,, স্টুডেন্ট ফোন দিলে ভাই আগামী সপ্তায় এপ্রভাল আসবে। এভাবে কয়েক সপ্তাহ চলে গেলে, ভাই একটু ঝামেলা হয়ে গেছে। এই সেমিস্টার টা মিস হয়ে গেছে। ১ মাস পর থেকেই আগামী সেমিস্টারের কাজ শুরূ হয়ে যাবে। তুমি সবার আগে যাবে।

....ভাই আমি যাব না, টাকা ফেরত দেন। কি বল ভাই তোমার তো এ্যাডমিশন ফি দেওয়া হয়ে গেছে। তুমি মাত্র বিশ হাজার টাকা দিয়া এত কথা বলতাছো, আর আমরা তোমার পিছনে ইতিমধ্যে ২লাখ টাক ইনভেস্ট করে ফেলছি । তুমি এখন এই কথা বললে হবে??? তোমার ভিসা না হলে আমাদের কি অবস্হা বুজতে পারতাছো। আর তুমি তো একা না তোমার মত এমন আরো ৫০ টা ফাইল আছে। তোমার তো মাত্র ২০ হাজার নিয়া এত কথা কইতাছো আর আমার অলরেডি এক কোটি টাকা ইনভেস্ট করা হয়ে গেছে।

চলবে...

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: এটাই বাস্তবতা

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

এ অাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আমিই মিসির আলী বলেছেন: ওরে খোদা!
এ দেখি রীতিমত ফাঁদ!!

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

জার্মান প্রবাসে বলেছেন: আল মাহমুদ ভাই, আপনার এই সিরিজটা আমাদের এখানেও কি পোস্ট করবেন? কারণ এসকল এজেন্সি/দালালদের বিরুদ্ধে আমরা অনেক আগে থেকে যুদ্ধ করছি। আপনার তথ্যগুলো অনেককেই সচেতন করবে। আমাদের একটি সিরিজ ব্লগও আছে এই ব্যাপারে। লিংক এখানে
.
=====================
=====================

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

রাজসোহান বলেছেন: এরকমই করে। আমি একবার গেছিলাম, টাকা পয়সা চাইছে দেইখা আর আগাই নাই। পরে অনলাইনে ভার্সিটিগুলাতে এপ্লাই করে নিজেই যা খুঁড়াখুঁড়ি করছি, চলে গেছি।

যেদিন ভিসা পাইলাম সেদিন নিজেই বলছিলাম, "কোন বলদে যায় কনসাল্টেন্সিতে।" B-))

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: ফাঁদ!!

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমি আজ থেকে অনেক অনেক বছর আগে গিয়াছিলাম এক কনসাল্টেন্সিতে। যাইয়া শুনি এত অত টাকা আগে থেকেই তাহাদের দিতে হবে তা শুনিয়া আমিতো তাজ্জব, এত টাকা আমি তাহাদের জন্য পাবো কই?
তার পর অনেকটা রাজসোহান-এর মত একা একা এবং যত সম্ভব বন্ধুদের থেকে অভিজ্ঞতা যোগার করিয়া আমেরিকা চলিয়া আসিয়াছিলাম ছাত্র হইয়া।
এই ব্যাপারে সেই দেশে (যেমন- অ্যামেরিকা) যাওয়ার জন্য উৎসাহী বান্ধু যোগার করা এবং তাহাদের কাছথেকে সহযোগীতা, একে অভিজ্ঞতা শেয়ার করা অমূল্য সম্পদ হিসেবে কাজ করিয়া থাকে।
নতুন প্রজন্মেরত সোনামনিদের যাহারা বিদেশে আসিয়া পড়াশুনা করিতে চাও, উপরের হাইলাইট করা উপদেশটিই দেবো।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চক্র দেখছি এরা সব ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

একুশে২১ বলেছেন: অবুঝ শিক্ষার্থীরা এদের ফাঁদে তো দেখছি সহজেই পড়বে। ভয়ানক ব্যাপার।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

রাশেদ রাহাত বলেছেন: ইয়া মাবুদ, ইলাহী কান্ড দেখা যায়।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.