নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ অাল মাহমুদ

সমাজের অনিয়মগুলো পরিবর্তন করে সুষ্ঠ সুন্দর ও আধুনিক সমাজ প্রত্যাশায়...।.

এ অাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

"বাংলাদেশী পাসপোর্ট নট অ্যালাউড" রিপোর্টি ও আমার অভিজ্ঞতা

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

কিছুদিন পূর্বে টি২০ বিশ্বকাপ ক্রিকেটের রিপোর্ট করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের হোটেল বিড়ম্বনা নিয়ে বাংলা নিউজ ২৪ এ "বাংলাদেশী পাসপোর্ট নট অ্যালাউড" শিরোনামে একটি রিপোর্ট ছাপা হয়েছিল। রিপোর্টটি দেখে আমার প্রায় তিন বছর আগে দার্জিলিংয়ের একটি অভিজ্ঞতার কথা মনে পরে গেল-

২০১৩ সালের কোন একদিন আমরা দুই বন্ধু সন্ধ্যা নাগাদ দার্জিলিং পৌছালাম।প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আধা ঘন্টা কোথায় অপেক্ষা করে হোটেল খোজার জন্য বেড়িয়ে পড়লাম। বাজেট হোটেলগুলোতেই প্রথমে নক করলাম,
কিন্তু একি "বাংলাদেশীদের জন্য তারা নাকি রুম ভাড়া দিবে না"
কেন ভাই?
নিষেধ আছে,
এটা আবার কোন আইনরে বাবা !
এভাবে বেশ কয়েকটি হোটেলে নক করে ব্যার্থ হয়ে দালালের আশ্রয় নিলাম, তারা বলল,আমরা ঠিক করে দিতে পারি তবে ভাড়া একটু বেশী লাগবে।
কত?
..... দুই হাজার
চল রুম দেখি
কলকাতার ৫০০/৬০০ টাকা মানের একটি রুম দেখিয়ে দিল। বাথরুমের অবস্থা নাই বললাম।
প্রচন্ড ঠান্ডা আর ক্লান্ত,
অবশেষে ১৫০০ রুপিতে সেই রাত কাটাতে হয়েছিল
তখন অবশ্য মনে হয়েছিল এটা হয়তো বেশী টাকা আদায়ের জন্য দালালরা সিন্ডিকেট করে কাজটি করতো।
কিন্তু রিপোর্ট দেখে মনে হচ্ছে, এতো চরম বৈষম্যতা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

সোজোন বাদিয়া বলেছেন: হুম, কী আর করার। দেশের ভেতরে আরও অনেক বড় বড় সমস্যার চাপে ওষ্ঠাগত প্রাণ, এসব অবমাননা অনেক পরের ব্যাপার, ভাই।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

আরাফআহনাফ বলেছেন: " দেশের ভেতরে আরও অনেক বড় বড় সমস্যার চাপে ওষ্ঠাগত প্রাণ, এসব অবমাননা অনেক পরের ব্যাপার, ভাই।" সহমত@সোজোন বাদিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.