নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মাহমুদ মানজুর

আমি একজন প্রচার বিমুখ প্রগতিশীল মানব

আল মাহমুদ মানজুর › বিস্তারিত পোস্টঃ

বাম পা-টা বেইলি রোডের ধারে পড়ে থাকার কথা ছিল

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫

ভর দুপুরে বাম পা-টা বেইলি রোডের ধারে পড়ে থাকার কথা ছিল। আর আমি অনেক চেনা পঙ্গুতে (ইদানিং সাংবাদিকতার সুবাদে যে পঙ্গুতে প্রায়সই ছুটে যাই গুলিবিদ্ধ রোগীদের পাশে)।
না। শেষতক বিশেষ আপত্তিকর কিছু ঘটেনি। অতি আদরের মটর সাইকেল আমাকে এবং সহযাত্রী রুদ্র'কে রক্ষা করেছেন প্রাণপনে।
বিনিময়ে তিনি (বাজাজ ডিসকভার ১৩৫) হারিয়েছেন তার বাম পাশের লেগ গার্ড (বাম্পার), গিয়ার লিভার, সাইড লাইট এবং ডান পাশের পা-দানি।
আর আমার বাম হাটুতে মাঝারি সাইজের চোট লেগেছে। টান পড়েছে বাম হাতের মাসল-এ। অম্ল মধুর ব্যথা অনুভব করছি সূর্য্য নেভার পর থেকে।
ভাগ্যিস, সহযাত্রী শতভাগ অক্ষত। ওর কিছু হলে আজ সন্ধ্যায় মাঠে মারা যেতাম। সত্যি।
পাদটিকা: আজ দুপুর একটার দিকে বেইলি রোডের রঙ সাইড দিয়ে ঝটিকা বেগে আসা একটি বলদ বাইক আমাদের বুকের (প্রতীকী অর্থে) উপর তুলে দেয়। আশ্চর্য! আমরা দু'জনে এই অপরাধের তেমন কোনো প্রতিবাদই করলাম না। অথচ দু'জনের পকেটেই দু'টি স্বনামধন্য প্রতিষ্ঠানের আইডি কার্ড চাপা পড়ে ছিল। আমরা কি এমন ফাফরহীন বোকাসোকা সাংবাদিক চেয়েছিলাম???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.