নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রাত

২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪০

এ কোন নারীর ব্যর্থ প্রণয়ের জন্য নয়
নয়তো সর্বগ্রাসী ক্যারিয়ারের চিন্তায়;
তবু রাত কেটে যায় নির্ঘুম কিছু দিবা দুঃস্বপ্নের চিন্তা নিয়ে।

জানিনা আজ চাঁদ উঠেছিল কিনা
মুক্ত আকাশে চাঁদ দেখা হয়না বহুকাল;
অসহায় সম্বলহীন সন্তান বিস্তৃত বৃদ্ধের মত নিঃসঙ্গতা এসে ভর করে।

হয়তোবা প্রকৃত অর্থে ঘুম হয়নি বহুকাল
তবুও মুয়াজ্জিন আযান ভেসে আসে;
পাখির কলকাকলিতে মুখরিত হয় চারপাশ
নেশাচর প্রাণীরা চলে যায় অন্তরালে।

শেয়াল বলে ধরা যাক দু-একটা খাবার এবার
হে যুবক চাঁদ গেছে ডুবে,
এবার আমার যেতে হবে
তবু জেগে থাকি আমি, শুধুই নিঃসঙ্গ আমি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মহা সমন্বয় বলেছেন: তবু জেগে থাকি আমি, শুধুই নিঃসঙ্গ আমি

দারুণ কবিতা, ভাল লাগল। :)

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: অনুভূতি খুব ভাল লেগেছে! শুভকামনা!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.