নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য: মহাপ্রস্থানের ভাবনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৪

নাগরিক জীবন থেকে বাইরে
খোলা জানালার পাশে বিছানায় শুয়ে,
জোস্নার সাইকিড্যালিক আলো
গলে ঢুকছে জানালা দিয়ে।
চারিদিক নৈশব্দিক সৌন্দর্যে ডুবেছে
জোসনার অবগাহনে গ্রামীণ প্রকৃতি।
সিলিং ফ্যানের মৃদু শব্দ
ঘড়ির টিক টিক আওয়াজ
আর ঝিঝি পোকার আর্তনাদ।
স্মৃতির জানালায় উকি দেয়
ফেলে আসা জীবনের জয়তু স্মৃতি।
ফেলে এসেছি ঊনত্রিশটি বসন্ত
কেটে যাবে আরোও অজস্র।
মহাপ্রস্থানের ঘন্টা বেজে উঠবে
বিলীন হবে স্মৃতি-বিস্মৃতি।
মিশে যাব পুর্ব পুরুষদের ভিটায়
তাদেরই মত করে বিস্মৃতির অতল গহীনে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

মহা সমন্বয় বলেছেন: দারুণ লিখেছেন, কবিতাটির মধ্যে যথেষ্ট ভাবনার খোরাক রয়েছে। |-)
ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ মহা সমন্বয়। আপনার কোন নতুন লেখা দেখছিনা যে!!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

মহা সমন্বয় বলেছেন: আসলে ঠিক সময় করে উঠতে পরি না। তাছাড়া আমার সর্বশেষ পোস্টে এবং আরেকজনের এই পোস্টে ক্যাঁচাল চলতেই আছে তাই আর নতুন কোন পোস্ট দেওয়া হয় নাই। তাছাড়া আমাকে ব্লক করে রেখেছে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ হয় না তাই লেখা লেখিতে অতটা দূব্বল পাই না। :( :`>

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: কেন? নুনুভূতিতে আঘাত দেওয়ার জন্য?

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২

মহা সমন্বয় বলেছেন: খিক :`> নুনুভূতিতে আঘাত দেয়া যাইবে না তাহলে আল্লাহ পাক আমার মত আপনাকেও ব্লক করি দিবে। :P সূতরাং সবধান।
আমি অবশ্য মহান আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতেছি,দেখি আল্লাহ পাক আমাকে ব্লক মুক্ত কইরা দেয় কি না? আল্লাহ পাকের অশেষ রহমতে সবই সম্ভব :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ভাই ওই আবালের সাথে আর তর্কে যাইয়েন না। শালা পুরাই আবাল। মায়েদার ৬৯ নাম্বার আয়াত আমার মহান পিতা আমাকে দেখিয়েছিলেন। তিনি skeptic.. আমি অনেক বড় বড় আলেমগণের দ্বারে দ্বারে ঘুরেও কোন সন্তোষজনক জবাব পাইনি। অনেকে জানেইনা। ওই আয়াতে সূর্য পুজারী অর্থাৎ পেগানদের কথাও বলা আছে। আপনি ঐটা বাদ দিয়ে গেছেন। ঈশ্বর যখন যা ইচ্ছে বলবেন। তাই কি হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.