নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্যঃ ভূল ভালবাসার ব্যবচ্ছেদ।।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭



নারী তুমি চলে যাওয়ার জন্য নয়
তোমাকে ভুল করে ভালবাসার
মুল্য দিচ্ছি বুকের মাঝে নিকোটিন জমিয়ে
কখনোবা রক্তে প্রবাহিত করে অ্যালকোহল।
তুমি আমার যোগ্য নও
তোমাকে ভুল করে বসিয়েছিলাম
হৃদয় গভীরে
হৃদপিন্ডের বাম অলিন্দে
যেখানে প্রবাহিত হয় বিশুদ্ধ রক্ত।
আর তাই তুমি বিষ হয়ে
আমার রক্তে মিশে গিয়ে
আমার অস্তিত্বকে হনন করেছ,
আমার স্বত্তায় ছড়িয়ে দিয়েছ বিষবাষ্প।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৫

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: দারুন লিখেছেন । অনেক শুভকামনা।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ খাইরুন। অনি:শ্বেস শুভকামনা রইল।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৯

রক্তিম দিগন্ত বলেছেন:
যেহেতু ভালবাসার যোগ্যই না, তাহলে কেন শুধু শুধু তার জন্য নিকোটিন, অ্যালকোহল জমানো হচ্ছে শরীরে?
অহেতুক তো বটেই।

কবিতা ভাল।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: মেটাফর অনেকটাই। তবে একটা বিষয় সত্য যে প্রথম প্রেম যত ভূলই হোক , ভোলা যায়না। একটা দাগ রেখে যায়।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪

কানিজ রিনা বলেছেন: হা হা হি হি। নিশ্চয় যোগ্য ছিল তানা হলে
এলকোহল নিকোটিন বিষক্রিয়া জমতোনা।
হে মেসকাত অনেক ভালবাসা দিয়ে প্রেম
একটাই হয়। সৃষ্টি কর্তা যেমন একজন
প্রেম একজনের সাথেই থাকে। তাকে বাদ
দিলেও উঠতে বসতে খাইতে তার কথাই মনে
হওয়া নাম প্রেম। প্রেমতো টাকার বস্তা না
জনে জনে দান করা যায়। ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

প্রজ্জলিত মেশকাত বলেছেন: প্রথম ছিলতো তাই ভোলা যায়না এই আরকি।য়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.