নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
আজ নির্জনতার মাঝে খুঁজে ফিরি
সেই হারানো প্রেম-ভালবাসা,
আর হারানো আবেগ মায়া-মমতাকে।
স্মৃতির দরজায় কড়া নেড়ে যায়
সেই প্রেম যেখানে ছিল
গভীর কিন্তু প্লেটোনিক আবেগ।
সব হারিয়ে গেছে
পৌছে গেছে জাদুঘরে,
আজ প্রেম মানেই যৌনতা
প্রেম মানেই নারীর যোনির স্পর্শ।
হারিয়ে গেছে সেই আবে্গ
আজ খুব বেশি মিস করি,
সেই দিনগুলোকে।
শুধুই ভাবি এটাই কি
সেই কাঙ্ক্ষিত বিবর্তন?
আজ খুব বেশি মিস করি,
সেই দিনগুলোকে।
শুধুই ভাবি এটাই কি
সেই কাঙ্ক্ষিত বিবর্তন?
©somewhere in net ltd.