নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
আমি কি নেই নি হাস্নাহেনার ঘ্রাণ
শুনিনি কি টিনের চালে
বৃষ্টির রিমঝিম পতনের রিমঝিম শব্দ?
সে যেন এক বাইঅরাল সম্মোহনি সুর
স্মৃতি তুমি এত প্রতারক!
আমি মৃত্যুপথযাত্রীর জন্য দেইনি কি রক্ত
দেইনি অধিকার আদায়ের জন্য বুকের তাজা খুন
আমি কি স্ব:র্বস্ব বিকিয়ে দিয়ে চাইনি একটু মমতা?
আমি আন্দোলিত হয়নি শিশুর স্নিগ্ধ হাসি দেখে
স্মৃতি তবু কেন এত প্রহসন?
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: স্মৃতিকে এত দোষ দিলেন?
যারা স্মৃতি সৃষ্টি করেন তারা?