নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

রাত জাগার সাতকাহন

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

জেগে থাকি রাতের পর রাত
ভোরের পর ভোর
শুধুই স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখবো বলে।
তবু তুমি থেকে যাও অধরা
যেন তুমি আকাশ ছোঁয়ার
থেকেও কম কিছু নও।
পথ থেকে পথে
ধুঁধুঁ মরুপ্রান্তরে স্বপ্নের পেছনে
ছুটে যাই যেন মরিচিকা ধরার আশায়।
আমি তোমাকে সব দিব
আমার জীবন যৌবন
ক্লান্তিপূর্ণ রাত আর মধ্যদুপুর।
তুমি ছাড়া জীবন অর্থহীন
যেমন একমাত্র সন্তানহীন মায়ের শূন্য
আর অর্থহীন আর জীবনমৃত স্বত্বা।
তুমি ছাড়া অর্থহীন এ জীবন
যেন বেঁচে থেকেও প্রতি মুহূর্তে
মৃত্যুর স্বাদ আস্বাদন।
এ যেন প্রমিথিউসের শাস্তির মত
প্রতিনিয়ত হৃদপিণ্ডকে ঠুকরে ঠুকরে
বিদীর্ণ করা এক অস্তিত্ব।
জানি এই পথে কোন সাথি নেই,
নেই কোনজন দুঃখের ভার সহ্য করার
বন্ধুর পথ পাড়ি দিতে হবে একা একা।
শুধু ভয় হয় যদি না পারি?
তবে বাকি থাকে শুধু একটি পথ
আর সেটা শুধুই জীবন থেকে বিদায় নেয়া।
চলে যাব দূর থেকে বহুদূরে
যেথায় কেউ খুঁজে পাবেনা আমায়
চির প্রস্থান এ মহাজগত থেকে।
হে মহাজীবন ক্ষমা করো এই অধমকে
কিছুই দিতে না পারার অপূর্ণতা নিয়ে
চলে যেতে হবে এই আমাকে।
জীবনের সব চোরাগলি
আর পথ খুঁজে বেড়িয়েছি
পাইনিকো কভূ কাঙ্খিত জীবন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ভালো লিখেছেন....

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: অনিঃশ্বেষ ধন্যবাদ প্রেমিক ভাই।।ভাল থাকুন সবসময়।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লাগা।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.