নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য- অনুভূতি।।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫


অনুভূতির তীব্র শাণিত ছোরার আঘাতে
ছিন্ন বিচ্ছিন্ন হয় অস্তিত্ব।
যন্ত্রণা সইতে না পেরে
অনুভূতির প্রয়োজন হয় ভোতা হওয়ার।
তাইতো অস্তিত্বে চলে আসে সিডেটিভ
আর কিছু হতাশা নিরোধক।
তবে কি এভাবেই চলবে জীবন?
হে মহাজীবন তুমি কি কখনোই
কখনোই আমার হবেনা?
নাকি এভাবেই অস্তিত্বের দহনে
জ্বলতে জ্বলতে একদিন পুরে
হয়ে যাবো অঙ্গার?
নীরহারা স্বপ্নেরা ঘুরে বেড়ায়
একটু খানি বাস্তবতা ছোঁয়ার আশায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:


অণুকাব্য ভাল লিখেছেন+


শুভ কামনা রইল।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.