নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

মুক্তির সন্ধানে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৮



ফুসফুসকে অবহেলা করে বিশুদ্ধ বাতাস
মস্তিষ্ককে অবহেলা করে সুচিন্তা
হৃদয়কে অবহেলা করে রক্ত।
সুপরিচিতা আমি এইভাবে বেঁচে আছি
তোকে ভালোবেসে কোন লাভ হলোনা আমার।
অথচ তুই দিতে চেয়েছিলি বিশুদ্ধ জীবন
খোলা আকাশের নিচে নিশ্চিন্ত মন নিয়ে ঘুরে বেড়ানোর স্বাধীনতা
চেতনায় এনে দিতে চেয়েছিলি মুক্তির উচ্ছাস।
অথচ আজ আমি শৃঙ্খলিত
শৃঙ্খলিত আমি চিন্তায় চেতনায় শরীরে মনে অস্তিত্বে।
আজ কোন বিস্ময় নেই
বিস্ময় নেই অনন্ত অপেক্ষায়।
শুধু বিস্ময় আজো বেঁচে আছি এক অনন্ত মুক্তির প্রত্যাশায়
হয়তো অনন্ত মুক্তি এসে সুনামির মত ভাসিয়ে নিয়ে যাবে
সব জরা জীর্ণতা ভ্রান্ত জীবনের যত খেদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর আবেগ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.