নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

আমি কতটা ভালো আছি

৩১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১২

আমি কতোটা ভালো আছি তুই এসে দেখে যা পরিতোষ
ভূল অস্তিত্বের সাথে সংগ্রাম করে আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত
বৃষ্টির রিমঝিম শব্দ পাহাড় সমুদ্র সবই আমার কাছে হারিয়ে ফেলেছে তাদের আবেদন
সুপ্রাচীন কাল থেকে বয়ে চলা প্যান্ডোরার বাক্স খুলে
নিজের জন্য জরা ডেকে নিয়ে আসি
এ এক ভয়ঙ্কর সুনিপুণ দুঃখবিলাস
এভাবেও বেঁচে থাকা যায় পরিতোষ?
তবুও নতুন ভোর আসে আরেক নতুন বিষণ্নতা নিয়ে
আকাশে উড়ে যায় পাখি, সুরের মূর্ছনা তুলে
কিন্তু আমি যে অনুভূতিহীনতার মধ্যে বেচেঁ আছি
এখানে কোন কিছুই চিত্তে সুখ বয়ে নিয়ে আসেনা
কখনোবা দু:স্বপ্নগুলো ভিজিয়ে দিতে চাই ইথানলে
কিন্তু না আরো বেশি ফিরে আসে পরক্ষণেই
আমি সর্বস্ব বিক্রি করে একটু মুক্তি চাই
তুই এনে দিতে পারবি পরিতোষ?
আজকাল রাত্তিরে প্রচন্ড দু:স্বপ্নে ঘুম ভেঙ্গে যায়
দেখি যমদূত ধ্বংস অজস্র মৃত্যু এসে তাড়া করছে
প্রচন্ড যন্ত্রণা আর জলতেষ্টা পায়
এমনটি কখনোই হয়নি আগে।
তাহলে কি অদূরেই আছে মৃত্যু?
এখন আর স্বপ্ন দেখিনা
প্রতারক স্বপ্ন জীবন থেকে কেড়ে নিয়েছে সব সুখ
নবপ্রভাতের শেখড় চূড়ায় আর যেতে চাইনা
যত চেয়েছি গ্লানি এসে কলুষিত করে গেছে স্বত্ত্বাকে
পরিতোষ আমি এইরকমভাবেই ভালো আছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.