নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

কিছু হোক তবুও

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৯

তবুও জন্ম হোক কিছু
ছন্দহীন কাব্যের
তবুও জন্ম হোক
বিলাসিতার জন্য সংরক্ষিত
কিছু কষ্টের।
তবুও জন্মহোক
নিছক কিছু ভালোলাগার
তবুও বেঁচে থাক
দু:বিলাসী কিছু স্বপ্নবাজ।
তবুও রচিত হোক
এপিটাফের জন্য সংরক্ষণযোগ্য
কিছু সুধাসদৃশ বাক্যের।
তবুও বেঁচে থাক
ব্যর্থ কিছু মানবতাবাদী
তবুও জন্ম হোক
কিছু অর্থহীন উপাখ্যানের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হোক, তাই হোক।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৬

প্রজ্জলিত মেশকাত বলেছেন: তবে তাই হোক সহব্লগার।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:০৮

নাসির ইয়ামান বলেছেন: আপনার নিক নামটা দারুণ!

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: শুনে প্রিত হলাম। ধন্যবাদ নাসির ভাই।

৩| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.