![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
নিজ হাতে স্বপ্নগুলোকে
শিরোচ্ছেদ করেছি গেলোটিনে
কেউ দাঁড়ায়নি ত্রাতা হয়ে
দেখায়নি কেউ পথের দিশা।
ত্রাতার পেছনে ছুটেছি
নেহাতই মরীচিকার মতো
খুঁজে পাইনি পথ
দাঁড়ায়নি কেউ মরুপথে জল
আর আলোকবর্তিকা নিয়ে।
ভূল স্বপ্ন আর বিশ্বাস
থেকে উঠে দাঁড়িয়ে দেখেছি
ঘূণপোকায় খেয়ে ফেলে
রেখে গেছে উদাম প্রান্তর।
দিনে দিনে ক্রমশই ছোট হয়ে আসে
স্বপ্নের জমকাল আঙ্গিনা
তবুও ভূল করে ভূল স্বপ্ন
কড়া নেড়ে যায় মনের আঙ্গিনায়।
তবুও জন্ম নেয়
কাব্যসদৃশ কিছু বস্তু
নতুন কিছু ভূল স্বপ্নে
বিভোর হওয়ার নতুন অনুষঙ্গ।
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১১
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আপনি মন্তব্য করলে অনুপ্রাণিত হই। ধন্যবাদ রাজীব ভাই।
২| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১৬
রাবব১৯৭১ বলেছেন: সুন্দর লিখা
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।