নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
কতটা অবসাদের পর
প্রশান্তি আসবে মা?
প্রতিটি জীর্ণ রাত্রির পর
আসে বিষণ্ন ভোর।
নি:সংগ রাজপথে হেটে চলি
অবাক প্রশ্ন নিয়ে
মুক্তির এক অথর্ব প্রত্যাশায়।
অন্ধকার হাতড়ে খুঁজে পাই
শীতের রাত্রির জুবুথুবু
বৃদ্ধের মত কুঁকড়ে যাওয়া নিস্তব্ধতা।
অথচ চেয়েছিলাম মোষের ঘাড়ের মত
পরিশ্রমী সংগ্রামী জীবন।
সেই স্বপ্ন যে অধরাই
থেকে যায় মা।
প্রশ্ন জাগে পাব কি কোনদিন
কাংখিত অবিরাম লড়ে যাওয়ার
পরিশ্রমী জীবন
নাকি জীর্ণশীর্ণ বৃদ্ধের
অসহায় মৃত্যুর কাছে
সমর্পিত স্তব্ধতাহীন স্বত্তা।
২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ঠিক বলেছেন কাকু। আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা।
২| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২১
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ হাফেজ আহমেদ ভাই।
৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
মায়ের বিবিধ সন্তানরা বিবিধ কিছু চাচ্ছে, কেহ পুকুর কাটছে, কেহ পুকুর ভরাট করছে; মা তো সবার মা